কবিতাঃ ইথার প্রেম
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৭ নভেম্বর, ২০১৪, ০৯:৫০:০৪ রাত
কর্পোরেট জ্বরে সুখে ঘর পোড়ে আর
ডাউন লোডের লোভে বুক জলাকার
তোমাকে চুম্বন দিই মাঝরাতে ফোনে
মন পাতি অন লাইনের বাদাবনে
নেটের গহীনে ঢুকে টুুকে নিই সবই
গেটের দু'পাশে রাখি কুকুরের ছবি
ম্যাসেজ ডিলিট করে প্যাসেজ বাড়াই
মিস্ কলে শিস দিয়ে তোমাকে নাড়াই
এই পারে আমি আর তুমি ওই পারে
মাঝখানে ভাসে প্রেম ইথারে ইথারে
বিষয়: সাহিত্য
৮৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তা, এন্টিভাইরাস কোন্টা ইউজ করেন...
ইথারে ভাসানো প্রেম ধরো অন্তরে৷৷
এই পারে আমি আর তুমি ওই পারে
মন্তব্য করতে লগইন করুন