ফিটফাট বাবু সেজে
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৭ নভেম্বর, ২০১৪, ০৭:৩০:১২ সকাল
ফিটফাট বাবু সেজে
পায়চারী রাতদিন
কানাকড়ি মিলবে না
পকেটেতে হাত দিন।
মৃখে বড় বড় বুলি
যেন ইয়া গুণী সে,
ভাল করে খোঁজ নিন
মস্তান খুনি সে।
বিষয়: সাহিত্য
৭৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন