ছড়া নিয়ে ছড়া-শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৫ নভেম্বর, ২০১৪, ০৮:৩৭:১৬ রাত
ছড়া খায় গড়াগড়ি
শিশুদের মুখে-
ছড়ি শুধু খোঁচা মারে
ধাড়িদের বুকে।
কাতুকুতু দিয়ে ছড়া
হাসি দেয় ছেড়ে,
ছড়ি দেয় মিথ্যের
ভিতটাকে নেড়ে।
ছড়া আর ছড়ি মিলে
কড়াকড়ি চালে,
শিশু গড়ে- ডিস্যু মারে
বুড়োদের গালে।
বিষয়: সাহিত্য
১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন