ভিক্ষুকের রাজনীতি ভাবনা (পছন্দের দলের সমালোচনা করতে সৎ সাহস দরকার)
লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ১৭ নভেম্বর, ২০১৪, ১১:০০:৩৫ রাত
সকালে হাইকোর্ট মাজারের দিকে গিয়েছিলাম। মাজার গেইটের বাইরে অসংখ্য ভিক্ষুক, আপন মনে রবীন্দ্র সংগীত চর্চা করছে।
এক কোনে দেখলাম তিন জন ভিক্ষুক নিজেদের মধ্যে হাসাহাসি করছে।
আমি একটু কৌতুহল বোধ করলাম।
মোবাইল গুতাইতে গুতাইতে তাদের পাশে গিয়ে দাড়ালাম।
প্রথম ভিক্ষুক ( যে অন্ধ ছিল ) বলল, আহা আকাশে কি সুন্দর চাঁদের আলো।দেখতে লাগে কত্ত ভালো।
তার কথা শুনে পাশে বসা অন্য ভিক্ষুক ( যে ছিল লুলা) ক্ষেপে গেল।
সে রাগে গিজ গিজ করতে করতে বলল, মাতলামি করার জায়গা পাস না। এমন লাথথি দিমু যে বুড়িগঙ্গার মাঝ খানে গিয়ে পড়বি।
লুলা ভিক্ষুকের কথা শুনে পাশে বসা অন্য ভিক্ষুক ( যার হাত দুটা কব্জি থেকে কাটা ছিল) হাসতে হাসতে বলল, দে দে লাথথি দে। যত টাকা লাগে আমি দিমু।
======
আমি তাদের কথা শুনে মনে মনে হাসলাম। মুখে কিছুই বললাম না।
কেননা আল্লাহ তাদের মুখে বলার শক্তি দিয়েছেন। তার উপর স্বাধীন দেশের স্বাধীন মানুষ।
========
দেশে এখন অঘোষিত স্বৈরশাসন চলছে। যে করেই হোক এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।
কিন্তু সরকার পতন করার জন্য কার কেমন শক্তি আছে???
এ প্রশ্ন শুনে বিএনপি নেতা বলল, ঈদের পরেই আন্দোলনের ডাক দিব। জনগণ আমাদের সাথেই আছে। গন মানুষের এই আন্দোলনের ধাক্কায় এই সরকার কে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষেপ করব।
বিএনপির কথা শুনে জামাতের নেতা বলল, এই সরকার কে গদি থেকে নামাতে শিবির ই যতেষ্ট। শুধুমাত্র একটা অর্ডার দেওয়া বাকি।
এই দুই দলের কথা শুনে বঙ্গবীর কাদের সিদ্দীকি হাসতে হাসতে বলল, আমার কোন দলের বা আন্দোলনের প্রয়োজন নেই।
শুধু আমাকেই গ্রেফতার করলে একমাসের মধ্যে সরকার ডাউন হয়ে যাবে।
=======
আমি তাদের কথা শুনে মনে মনে হাসলাম। মুখে কিছুই বললাম না।
কেননা আল্লাহ তাদের মুখে বলার শক্তি দিয়েছেন। তার উপর স্বাধীন দেশের স্বাধীন মানুষ।।
বিষয়: রাজনীতি
১০৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রম্যময় সুন্দর লেখা পড়ে মজা পেলুম ব্যাপক.....
মন্তব্য করতে লগইন করুন