চেতনার বাংলাদেশ

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৭ নভেম্বর, ২০১৪, ১০:৪৮:৪৯ রাত

দেশটা নিয়ে ইচ্ছে মতো

খেলছে কেহ ধর্ষনে,

দিচ্ছে কেহ হুমকি আবার

মিষ্টি মধুর বর্ষনে।

সব কিছুতেই চেতনা আর

পিতার কেতন চলছে,

সময় বুঝে বদ মিডিয়াও

বিরোধী মত দলছে।

খুন ধর্ষন গুমের খবর

ডাকছে নতুন ইস্যুতে,

পদ্মা সেতু রেলের টাকার

নিউজ মুছে টিস্যুতে।

গণতন্ত্রের পাছায় লাথি

ঠুটি ছেপে মুখটা,

করছে হরণ স্বাধীনতা

ভাঙ্গছে দেশের বুকটা।

চেতনা আর মেকি প্রেমে

বিভক্তি আর মিথ্যে রেশ,

খুব দূরে নয়, বিশ্বে হবে

ঘৃণিত এই বাংলাদেশ।

বিষয়: সাহিত্য

৮৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285303
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৬
অনেক পথ বাকি লিখেছেন : চেতনা আর মেকি প্রেমে
বিভক্তি আর মিথ্যে রেশ,
খুব দূরে নয়, বিশ্বে হবে
ঘৃণিত এই বাংলাদেশ।

ইহা আমি চাই না Crying Crying Crying Crying
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৫২
228692
বিদ্রোহী কবি লিখেছেন : ইহা কারো কাম্য হতে পারেনা
285308
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
285347
১৮ নভেম্বর ২০১৪ রাত ০২:১৯
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো ভাই, জাক্কাস হয়েছে , অনেক অনেক ধন্যবাদ।
285366
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪৭
কাহাফ লিখেছেন :
শব্দের গাথুঁনীতে কঠিন বাস্তবতা সাহসী ভাবে ফুটে উঠেছে! অনেক ধন্যবাদ ও সহমত.... At Wits' End At Wits' End Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File