চেতনার বাংলাদেশ
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৭ নভেম্বর, ২০১৪, ১০:৪৮:৪৯ রাত
দেশটা নিয়ে ইচ্ছে মতো
খেলছে কেহ ধর্ষনে,
দিচ্ছে কেহ হুমকি আবার
মিষ্টি মধুর বর্ষনে।
সব কিছুতেই চেতনা আর
পিতার কেতন চলছে,
সময় বুঝে বদ মিডিয়াও
বিরোধী মত দলছে।
খুন ধর্ষন গুমের খবর
ডাকছে নতুন ইস্যুতে,
পদ্মা সেতু রেলের টাকার
নিউজ মুছে টিস্যুতে।
গণতন্ত্রের পাছায় লাথি
ঠুটি ছেপে মুখটা,
করছে হরণ স্বাধীনতা
ভাঙ্গছে দেশের বুকটা।
চেতনা আর মেকি প্রেমে
বিভক্তি আর মিথ্যে রেশ,
খুব দূরে নয়, বিশ্বে হবে
ঘৃণিত এই বাংলাদেশ।
বিষয়: সাহিত্য
৮৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিভক্তি আর মিথ্যে রেশ,
খুব দূরে নয়, বিশ্বে হবে
ঘৃণিত এই বাংলাদেশ।
ইহা আমি চাই না
শব্দের গাথুঁনীতে কঠিন বাস্তবতা সাহসী ভাবে ফুটে উঠেছে! অনেক ধন্যবাদ ও সহমত....
মন্তব্য করতে লগইন করুন