¤মিসাওয়াকের উপকারীতাঃ ১ ¤ > মিসাওয়াক এবং মস্তিষ্কের স্বাস্থ্য <
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২৮ আগস্ট, ২০১৪, ০৮:২৮:৪৭ রাত
একজন মুসলমান হিসাবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায পড়া ফরজ।নামাযীকে নামাযের মধ্যে মহান স্রষ্টা ও মালিকের সামনে উপস্থিত হয়ে তার প্রশংসা কীর্তন করতে হয়।এ কারনে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হ ওয়া একান্ত আবশ্যকীয় কাজ।মুখ পরিষ্কার না থাকলে দূর্গন্ধ আসে।সঙ্গী নামাযী ও বিরক্ত হতে পারেন।এছাড়াও ময়লা মুখ দ্বারা আল্লাহ তায়ালার প্রশংসা কীর্তন ও ইবাদত করার দ্বারা মানুষের মন মস্তিষ্কের ওপর বিরুপ প্রভাব পড়ে এবং নামাযে খুশু খুজুও অর্জিত হয়না।যদি মিসাওয়াক ও পানি দ্বারা মুখ উত্তমরুপে পরিষ্কার করা যায় তাহলে মুখে এমন রশ্মি তৈরি হয় যার দ্বারা কুরআন তিলাওয়াত ও প্রসংসা কীর্তনের মধ্যে স্বাদ ও আনন্দের সৃষ্টি হয়।আর মুখ উত্তমরুপে পরিষ্কার করার জন্য মিসাওয়াকের কোন বিকল্প নেই। নিয়মিত মিসাওয়াকের ফলে দাঁত মজবুত ও উজ্জ্বল হয়ে যায় দাঁতের নানা রকমের রোগের আশংকা থাকেনা।চোয়াল শক্ত হয়ে যায়।মানুষের আস্বাদন শক্তি বেড়ে যায়।
আজকাল ব্রাশ ও পেস্ট ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই ব্রাশ ও পেস্ট যেমন উপকার করে তেমনি ক্ষতিও করে।আমরা আজ টুথব্রাশ ও পেস্টের সংস্কৃতির চমকে আকৃষ্ট হয়ে সস্তা,সহজ উপকারী এবং প্রাকৃতিক জিনিস মিসাওয়াককে ত্যাগ করে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ছি। আমরা দাঁত,মাড়ি,গলার রোগের শিকার হয়ে দেহের বহুলাংশের রোগের কারন নেজেরাই সৃস্টি করছি।
যদি রাসূলুল্লাহ(সাঃ)-এর সুন্নতের যথাযথ অনুসরণ করা হতো তাহলে দুনিয়ার মধ্যে দাঁতের রোগ এবং ডেন্টাল সার্জনের অস্তিত্ব এতটা আসতনা।রাসূলুল্লাহ(সাঃ)মিসাওয়াকের ব্যবহারের ওপর এত গুরুত্ব দিয়েছেন এজন্য যে,এর মধ্যে অনেক চিকিৎসা ও বৈজ্ঞানিক উপকারীতা নিহিত রয়েছে।এখানে মিসাওয়াক ও মানব স্বাস্থ্য নিয়ে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ।
মিসাওয়াক এবং মস্তিষ্কঃ
চিকিৎসা এবং মেডিকেল সাইন্স প্রমান করে দেখিয়েছে যে,মিসাওয়াক দ্বারা মস্তিষ্কের শক্তি অর্জিত হয় এবং এর দ্বারা মস্তিষ্কের স্বাস্থ্য অটুট থাকে।মিসাওয়াক করার দ্বারা মস্তিষ্ক সবল হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত স্বাস্থ্যবান থাকে।যদি মিসাওয়াক দ্বারা দাঁত পরিষ্কার না করা হয় তাহলে দাঁত দূর্গন্ধযুক্ত হয়।যার দ্বারা চোয়াল ও মাড়িতে পুঁজ সৃষ্টি হয়,যা মস্তিষ্কের রোগের কারন হয় এবং এর দ্বারা হার্টের রোগ ও হয়ে থাকে.…চলমান।(তথ্যসূত্রঃডঃ জাকির নায়েকের লেকচার)
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্রাশের থেকে মেসওয়াকে উপকারিতা অধিক ।
আপনি স্যার অশিষ দেবনাথের গাছগাছরা উপকারিতা বইটি পড়তে পারেন সেখানেও মেসওয়াকের আলোচনা আছে ।
আর গ্রামের পথে পথে ব্লগারকে ব্লক করে দিচ্ছেন না কেন? সে যেখানে সেখানে শুধু নেতিবাচক মন্তব্য আর আল্লাহ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বিরুদ্ধে মনগড়া কথাই বলে যাচ্ছে। অবশ্য আপনার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলে ফেললাম, ক্ষমা করবেন।
শুভেচ্ছা এমন সুন্দর একটি পোষ্টের জন্য। জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন