প্রেমিকা হতে চেয়েছি... গার্লফ্রেন্ড না রে...।
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ আগস্ট, ২০১৪, ০৭:৪৯:১৬ সন্ধ্যা
উহু আমি তোর গার্লফ্রেন্ড হতে চাইনি... যাদের তুই পোশাক পাল্টানোর মত পাল্টানোর কথা ভাবিস... কিংবা মজা করে বলিস...এত্তগুলা গার্লফ্রেন্ড আছে! হু আমি তোর প্রেমিকা হতে চেয়েছি... সেই প্রেমিকা যার অস্তিত্ব তোর পৃথিবী জুড়ে সারাজীবন থাকবে! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে প্রতিদিন চাইনিজে যাওয়ার বায়না ধরে... আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে রাস্তা দিয়ে যাওয়া আইস্ক্রিময়ালার কাছ থেকে ২/৫ টাকার কুলফি/ মালাই কিংবা বুট/বাদাম য়ালার কাছ থেকে ২/৫ টাকার বুট/ বাদামেই সন্তুষ্ট ! কখনো বা রাস্তায় দাঁড়িয়ে চটপটি/ ফুচকা ... দামটা আমার পার্স থেকে না হয় তুই নিজ হাতেই দিতিস...পরে সুদে-আসলে শোধ নেয়া যেত! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে পঙ্খি/ জিপ্সি ড্রেস আর আই ফোনের বায়না করে হররোজ! আমি সেই প্রেমিকা হতে চেয়েছি যার শুধু ৩০/৪০টাকা দামের লাল/নীল ১ ডজন রেশমি চুড়ির বায়না ছিল... ! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি রে যে রূপোর পায়েলের বায়না করে... আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে পার্কে পাশাপাশি হাঁটতে গিয়ে ঘাস পাতার পায়েল বানিয়ে পড়িয়ে দিতে বলে... আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি, যাকে তুই ছুঁড়ে ফেলার পর সে সুরসুর করে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে সুখী হয়েছে... আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যাকে তুই ভুলে যাবার পরও সে তোর ভালবাসার মাদকতায় ডুবে আছে...! আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... তুই আসবি না জেনেও - যে তোর প্রতীক্ষায় সারাটিজীবন কাটিয়ে দিতে পারে... ! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে পার্কে কিংবা রেস্টুরেন্টে তোর গায়ে ঢলে ঢলে পড়ে কথা বলে কিংবা বেহায়ার মত হাঁটে ...আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে জানে তোর সাথে পাশাপাশি বসে রিকশায় ঘোরা হবে না... পার্কে হাঁটা হবে না... রাস্তায় দাঁড়িয়ে ফুচকা/ চটপটি খাওয়া হবে না... আইস্ক্রিম তোর নাকে ঘষে দিতে পারবো না... বৃষ্টিতে দুজনের চোখের মাঝে ডুব দেয়া হবে না... তবু কল্পনাতে আমি তোর সাথে পার্কের নরম ঘাসে খালি পায়ে একটু দূরত্ব রেখে পাশাপাশি হাঁটি ... হাঁটতে হাঁটতে আনমনে তোর আঙ্গুলের ছোঁয়া আমার আঙ্গুলে ছুঁয়ে যায়... আমি সেই স্পর্শ নিয়েই সারাটিজীবন কাটিয়ে দিতে পারি...
এভাবেই আমি তোর প্রেমিকা হতে চেয়েছি...
সকাল থেকে রাত পর্যন্ত শুধু তোর চিন্তাতেই ডুবে থেকেছি... থাকি...
আরে ভালবাসা কি একের পর এক গার্লফ্রেন্ড পাল্টানোতে ...
রেস্তোরাতে ...পঙ্খি ড্রেসে... আইফোনে... ব্রান্ডের পারফিউমে... আছে... ?
ভালবাসা আছে তোকে ভেবে ভেবে আমার দুচোখের নীচে যে কালি পড়েছে তার মাঝে... ভালবাসা আছে... কষ্টে কষ্টে ঝাজড়া হয়ে যাওয়া এই বুকের পাঁজরে ...
ভালবাসা আছে... থাকবে চিরকাল অনেক অনেক অভিমান... এর মাঝে... !
হু ভাল লাগে এখনো... তোর-ই কথা ভেবে এটা- সেটা করতে...
ভাল লাগে এখনো প্রেমিকা হয়ে থাকতে...।
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার কাছে তো মনে হয়...ক্যালকুলেশনটাই এখানে বেশী কাজ করে...
কতটুকু হারল বা জিতলো...
বেটার অপশন হাতে থাকলে লোয়ার অপশন ক্লোজ
হাহহহা! হু!
মন্তব্য করতে লগইন করুন