*কে এই ফারুকী?
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ২৮ আগস্ট, ২০১৪, ০৭:৩৭:০২ সন্ধ্যা
*কে এই ফারুকী?
*যার সারাটা জীবন শেষ করেছে হকপন্থী
আলেমদেরকে গালাগালি করে।
*যিনি প্রমান করতে চেয়েছেন মাজার
পুজা জায়েজ।
*যিনি বলেছিলেন মিলাত কেয়াম
না করলে সে মুসলমান না।
তার মত একজন লোকের মৃতুয়তে
আমি শোক প্রকাশ করতে পারছি না।
বিষয়: বিবিধ
২০০৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে আপনার আকিদা নিয়ে আমার সন্দেহ হয় ।
আপনি কতটা সহীহ্ ?
তিনি যে বলেছেন মাজার পূজা জায়েজ তার কোন উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে ?
থাকলে রেফারেন্স দিন ।
তিনি হতে পারেন অন্য মাযহাবের ।এখানে তিনি বলেছেন মানুষ মাটির তৈরী এটা ডাহা মিথ্যা কথা ।
যাক সে কথা এখানে কিন্তু মাজার পূজার কথা তিনি বলেন নাই ।
আমি আগে মাযহাব নিয়া ঝগড়া করতাম ।
শিয়া মাযহাবের বিরুদ্ধে আমার দুটো লেখাও আছে ।পরে যখন আল্লামা ইকবাল বল্লেন,
এই মুসলিমদের সৃষ্টিকর্তাও এক ,রাসুল ও এক ।কতইনা ভাল হত তারা যদি এক হত ।
এই কথাটায় আমার টনক নড়ে ।
আসলে যারা মাযহাব ভাগাভাগির জন্য অপরকে গলা কেটে হত্যা করে তারা জানোয়ার তার শয়তান ।
আপনি কি রাসুলুল্লাহ্ সঃ এর এই ভবিষ্যদ্বানিটি জানেন না ,
মাওলানা ফারুকীকে হত্যা যারা করেছে তারা কিসের পরিচয় দিলো ?
নিশ্চই জঘন্যতম পাপির পরিচয় ।
তাই নয় কি ?
হোক সে নিৎকৃষ্ট কুকুর ও।
আমি এখানে উনার মন্দ দিক গুলো লিখতে আসিনি।
শুধু ওনার কিছু কর্ম কান্ড টা তুলে ধরলাম।
মন্তব্য করতে লগইন করুন