একটি বিশেষ অনুরুধ!

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২২ আগস্ট, ২০১৪, ০২:৫১:৪৮ দুপুর

আসসালামু'আলাইকুম, সুপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা কেমন আছেন?আমি তেমন ভালো নেই।আমি আপনাদের কাছ থেকে একটি বিষয় সম্পর্কে জানতে চাইব।তা হলঃবেশ কয়েক দিন আগে একটি সড়ক দূর্ঘটনায় আমি পায়ে আঘাত পাই।আমার ডান পায়ের হাঁটুর একপাশে প্রেকচার হয়ে যায়।যার দরুন আমার নামায আদায় করতে খুবই কস্ট হয়।আমার কিয়াম এবং রুকু করার সামর্থ্য আছে।কিন্তু হাঁটু ভেঙ্গে স্বাভাবিক সিজদা করতে পারিনা।এমতাবস্থায় আমার নামায আদায়ের সঠিক নিয়ম কি তা জানার জন্য অভিজ্ঞ ভাই ও বোনদের দ্বারস্থ হচ্ছি।দয়া করে শীঘ্রই জানালে খুবই উপকৃত হব।আর সবাই আমার জন্য দোয়া করবেন রাব্বুল আলামিন যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।ভালো থাকবেন সবাই।আল্লাহ হাফেজ

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257086
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৯
কাহাফ লিখেছেন : নামাজের সময় সেজদার স্হলে চেয়ার/বালিশ/উচো কিছু রেখে তার উপর রুকুর মত সেজদা দিতে পারেন,আপনার সাধ্যমত উপায়ে আদায় করলেই হবে। ইসলাম কোন বিষয়েই কঠোরতা করেনি। মহান আল্লাহ আপনাকে অতিদ্রুত ভালো করুন।
257120
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৩
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : মাহফুজ আহমেদ,
এমন সমস্যা আপনার কোরানুন নাতেক এর উপর ছেড়ে দেন সেই আপনাকে বলে দিবে কি ভাবে সালাত কায়েম করবেন।
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:৩৬
200988
মাহফুজ আহমেদ লিখেছেন : জাহাঙ্গীর ভাই কি বলতে চাচ্ছেন কিচ্ছু বুঝি নাই।please
257121
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৬
মাহফুজ আহমেদ লিখেছেন : আমি কি চেয়ারে বসে নামায পড়ব?দাড়িয়ে কিয়াম রুকু করে চেয়ারে বসে উচুঁ টেবিলে সিজদা দিলে হবে কি?@কাহাফ
২৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১০
201108
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : এতো সহজ সরল প্রানউজ্জল কথা, না বোঝারতো কোন কারণ নাই মাহফুজ ভাই।
257137
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
কাজি সাকিব লিখেছেন : আপনি চেয়ারে বসেই নামাজ আদায় করতে পারেন,সেজদার সময় রুকুর চাইতে মাথা একটু বেশি হেলালেই চলবে!
257153
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
মাহফুজ আহমেদ লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File