Title & Philosophy say He is a “উন্নত মানের বলদ”

লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ২২ আগস্ট, ২০১৪, ০২:০৮:২৯ দুপুর



যারা ফিলোসফি(Philosophy) এবং যে কোন ভাষার অলংকার শাস্ত্র(Language Ornament) নিয়ে পড়াশুনা করেছেন তারা নিশ্চয় জানেন ‘উপমা’ বা উদাহরণ কিসের সাথে দেওয়া যায়।

যেমন ধরুন প্রেমিক তাঁর প্রেমিকাকে বলে ‘তুমি চাদের চাইতেও সুন্দর’। এভাবে দুটি জিনিসের ‘সুন্দর’ এর ক্ষেত্রে তুলনা করে উপমা দেওয়া হল।

কিন্তু প্রেমিক কি তাঁর প্রেমিকাকে বলে যে ‘ তোমার প্রাণ চাদের প্রানের চাইতেও সুন্দর’ ?...বলে না, কারণ? ঐ যে ফিলোসফি এবং অলংকার শাস্ত্রে মানুষকে যুক্তিপূর্ণ ও সামঞ্জস্য ও অধিক বুদ্ধিমানের দিকে নিয়ে যেতে চায়।

ফিলোসফির ভাষায় বলা হয় ফ্যলাসি(Fallacy) – এমন দুটি জিনিসের মাঝে তুলনা করে উদাহরণ দেওয়া যাদের সাথে প্রসংগের কোন মিল নেই...অর্থাত Contextless বা প্রসংগহীন দুটি জিনিসের মাঝে তুলনা করে শ্রোতাকে ঘায়েল করার চেষ্টা করা।

এগুলো উন্নতমানের অশিক্ষিত মূর্খ বলদ ছাড়া কেউ করে না...আরেকটি উদাহরণ দেই।



একটি উদাহরণ দেই- যেমন ধরূন বাংলাদেশি নাস্তিকরা তাদের মা-বোনেদের সাথে সেক্স করার কথাও বলেন...এবং অন্য কেউ যদি তাদের সাথে যোগ দিয়ে তাদের মায়েদের সাথে সেক্স করায় তবেও তাতে কোন দোষ নেই...কারণ নাস্তিকদের অন্যতম গুরু এডলক্স হাক্সলি ধর্মের নীতির বিরোধিতাই নাস্তিকতার অন্যতম মূলনীতি বলেন। তাহলে এই বাংলাদেশি এইসব নাস্তিকদের সাথে কি মার্ক জুকারবার্গ এর নাস্তিকতা একই বলে প্রমান করবেন?...না , কারণ সেটা ফ্যালাসি বা ভ্রম হবে।

যেমন ধরুণ একজন হিন্দু নাস্তিক সে যদি ক্ষ্রামণ দিয়ে তাঁর মা-বোনের সাথে সেক্স করায় সে কি একজন সতি হিন্দুর মা-বোনের সাথে তুলনা চলে?...কারণ এখানে সতিত্ব নিয়ে প্রশ্ন, প্রসংগটি সতিত্ত্বের সাথে সংশ্লিষ্ট...হিন্দু হিন্দু সংশ্লিষ্ট নয়।

তেমনিভাবে একজন বলদ যখন একটা বই এর সাথে মুর্তি(গডে) এর সাথে তুলনা করে তাহলে তাঁকে কি উন্নত মানের বলদ ছাড়া কিছু বলা যায়??



কারণ

বই কে কি কেউ গড মানে?

বই কে কি কেউ খেতে দেয়?

বই কে লাত্থি দিলে কেউ কি আপনাকে বলি দিবে?

বই কি শক্তির কোন উতস নির্দেশ করে গডের প্রতি আরোপিত শক্তির মত?

বই এর কাছে কি কেউ কিছু প্রার্থনা করে?

...সোজা কথায় একটি মুর্তির সাথে একটি বই এর উদাহরণ বা উপমা দেওয়া উন্নত মানের বলদের নির্দেশ ছাড়া কিছুই নয়।

...অশিক্ষিত মুর্খরা কিভাবে যে অনলাইনে চান্স পায় এইডা লইয়া চিন্তা কইরা পাই না...না পারে বাংলা না পারে ফিলোসফি !!!



তাই, শিক্ষিত নাস্তিক বলদদের বলদামি প্রকাশ পায় কমেন্টে আর উচ্চমাত্রাসমপন্ন উন্নত বলদদের বলদামি Headline এই থাকে !!!



বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257066
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:১২
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : সে কোরআনের সাথেই এটা মিল করে দিয়েছিল যা পরে এডিট করেছে.।

অর্থাৎ মুর্তির সাথে একটি বই এর সাথে তুলনা করেছে.। কারণ মুর্তির সাথে আল্লাহর তুলনা চলে না - কারণ আল্লাহ বিমুর্ত এবং মুর্তি মূর্ত।

ফ্যালাসি দেখুন এখানে.।

http://www.philosophicalsociety.com/logical fallacies.htm

http://www.iep.utm.edu/fallacy/
257072
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৬
সত্য প্রিয় বাঙালী লিখেছেন : শিক্ষিত নাস্তিক বলদদের বলদামি প্রকাশ পায় কমেন্টে আর উচ্চমাত্রাসমপন্ন উন্নত বলদদের বলদামি Headline এই থাকে !!!


২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
201163
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : হু ব্রু।Winking
257084
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ, সুন্দর করে যুক্তি তুলে ধরার জন্য।
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
201162
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : ওয়েলকাম। Happy
257085
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৩
কাহাফ লিখেছেন : বলদ নাস্তিকদের এ ধরণের মোগইরা পোস্টেও হুশ হবে না.....................।
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
201165
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : ভালো পথে কাজ না হইলে কি আর করা।- অশিক্ষিত লোকরা কিভাবে কি লিখে - মাথা দিয়ে নাকি অন্য কিছু দিয়ে। Happy
257089
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আসলেই আল্লাহ খুব বেশি কিছু করেন না। হুমায়ুন আজাদের লাশকে মর্গে পচাচ্ছেন, তসলিমাকে মাত্রিভূমির স্বাদ থেকে বন্চিত রেখেছেন, রুশদীর গায়ে চড়িয়ে দিয়েছেন ম্রিত্যুদন্ডের খড়গ-যা ম্রিত্যুর চেয়ে ভয়ানক, রাজীবের কি হাল হোলো। আর কি চাই?!
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
201169
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : সুন্দর মনের অধিকারীরাই শিক্ষা গ্রহণ করে নিদর্শন দেখে।
257093
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৯
মামুন লিখেছেন : ধন্যবাদ 'বলদ'কে তার পরিচয়টা যুক্তিপুর্ণভাবে দেখিয়ে দেবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
201170
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : হে হে - বলদের প্রতি ভাইয়ার এত আগ্রহ কেনু? কেনু?;Winking
257141
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
কাজি সাকিব লিখেছেন : ওরা যে আসলে মূর্খ কিংবা যুক্তি বুঝে না তা নয়,তারা সবই জানে তবুও এসব করে শুধুমাত্র সমাজে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে!
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
201171
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : সেক্স এন্ড মোরালিটি না মানাই তাদের প্রাইম উদ্দেশ্য। একারণে বেশিরভাগ নাস্তিকি সাইকো ফর সেক্স।
257143
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
শুভ্র আহমেদ লিখেছেন : এই ব্যাটায় এর আগে " খেলা ঘর বাধতে এসেছি" নিকে লিখতো। কেন জানি এর পোষ্ট দেখলেই শরীর জ্বলে। একবার এক পোষ্টে, ইংরেজি হাদিসকে নিজে অনুবাদ করতে গিয়ে লিখে ফেলল : ফেরাউনের বৌয়ের নাম আয়েশা। এই নামের কোনো বৌ কি আসলে ছিল ফেরাউনের? ইংরেজি হাদিস টায় সঠিক ই লেখা ছিল। কিন্তু, বাংলা টায় নাই। এই লেখাটা লেখার পর থেকে ঐ নিকে আর লেখেন না । কিছু দিন হল আবার এই নাম দিয়ে লিখছে। এর প্রত্যেক টা, একেবারে একটাও পোষ্ট পাবেন না ইসলামের বিরুদ্ধে ছাড়া। মানসিক রোগী।
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
201172
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : হয়ত কিছুটা লজ্জা পেয়েছিলেন ভাইয়া।Winking
257218
২২ আগস্ট ২০১৪ রাত ১১:০০
পাহারা লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
201173
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ।Happy
১০
257489
২৩ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
আওণ রাহ'বার লিখেছেন : ভাই বলদের অসম্মান না করার জন্য অনুরোধ রইলো।
বলদ অল্পেতুষ্ট আর প্রচুর পরিশ্রমী।
এরা কখনও মালিকের নাফরমানি করেনা। এই গুলা বলদও না নাস্তিকোনা এগুলা এন্টিইসলামিক শূকরের থেকে নিকৃষ্ট প্রানি।
এই এন্টিইসলামিক বদমাইশগুলারে টুডেতে ব্লক করে রাখি আমি।
২৩ আগস্ট ২০১৪ রাত ০৮:২৬
201188
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : সেক্স এর তারনায় এরা বিভোর। ইসলাম তো এক্ষেত্রে লিগাল ও এথিকাল দিক চায় কিন্তু তারা তো মুরগীর স্বাধীনতা চায়। Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File