ভারতীয় চ্যানেলের প্রভাব!!
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১০ আগস্ট, ২০১৪, ০৩:৪৫:২২ দুপুর
ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার নিয়্ন্ত্রণের সুপারিশ করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।জনাব ভারতীয় চ্যানেল বন্ধের সুপারিশ কেন নয়?যেখানে আমাদের কোন চ্যানেল ভারতে সম্প্রচার করা হয়্না!আমার মতে স্টার জলসা,স্টার প্লাস,জি বাংলা চ্যানেল গুলো বন্ধ করলে ৫০% পারিবারিক ঝগড়া কমে যাবে।এক পাখি ড্রেস ই কি তেলেসমাতি ই না দেখাল!!আরো কত কিছু যে ঘটার অপেক্ষায় আছি আমরা!!!তাই মানণীয় অর্থমন্ত্রী শুধু শুধু নিয়্ন্ত্রনের সুপারিশ না করে সরাসরি বন্ধের সুপারিশ করুন।পাশাপাশি দেশীয় চ্যানেলের গুণগত মান উন্নয়নের ব্যাপারে জোরালো পদক্ষেপ নিন।সেইদিন আর বেশী দূরে নয় ভারতীয়দের অপসংস্কৃতি আমাদেরকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে!মাঝে মাঝে বাচ্চাদের ও গাইতে শুনা যায় " তোমায় ছাড়া ঘুম আসেনা " " বোঝেনা সে বোঝেনা "।আমার ৭ বছরের ছেলের মুখে ই শুনেছি! যদি ও আমার বাসায় ডিস নেই।আমার এক আত্মীয়ের বাসায় কোন কাজের মেয়ে থাকে না কেবল ডিসের সংযোগ নেই বলে!! বউ শাশুড়ী ঝগড়া,ননদ ভাবী ঝগড়া,পরকীয়া ছাড়া আর কি শিক্ষার আছে এই চ্যানেল গুলো থেকে!!যারা দেশের শিল্প সংস্কৃতির ধারক বাহক ,নীতি নির্ধারক এখন ই যথাপোযোগী পদক্ষেপ নিন দেশকে বিজাতীয় অপসংস্কৃতির হাত থেকে দেশকে রক্ষার!!
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন