পঙ্গু করে দেয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে।
লিখেছেন লিখেছেন রাজপথের সৈনিক ১০ আগস্ট, ২০১৪, ০৪:১১:২২ বিকাল
পঙ্গু করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রযন্মকে !
পরীক্ষায় পাশ করিয়ে দেওয়াই যেন এ সরকারে বিশাল বড় বাহাদুরি !
এই সরকারের আমলে গত পরীক্ষায় পাশ করেছে শতভাগ ! এ এক অকল্পনীয় এবং অসম্ভব ব্যাপার ।
আমার নিজ এলাকার কথাই বলি যে ছেলেরা টেস্ট পরীক্ষায় চার, পাছ সাবজেক্টে ফেল খেয়েছে সেই পুলাপাইন ও পাশ করেছে ।
পুধানমন্তী ও শিক্ষা মন্তী বিশাল সাফল্যের হাসি দিয়েছেন ! হিহি হাহা ।
অথচ আমরা পত্রিকা রিপোটে দেখলাম যারা ২৮ পেয়েছে তাদের কে ৩৩ দিয়ে এবং যারা এ+ এর কাছাকাছি তাদেরকে এ+ দেওয়া হয়েছে । এর উপর প্রতিটা প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে যেন লেখা পড়া আর একটু ফুরায় ।
আমরা যখন এস এস সি পরীক্ষা দিয়েছি তখন সম্পূর্ন বই পড়েছি যাতে করে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন যেন উত্তর করতে পারি । কেউ ৬০% নাম্বার পেলে তাকে স্কুল থেকে বিশাল সংবর্ধণা দেয়া হয়েছে । কিভাবে তারা পড়েছেন, কত ঘন্টা পড়েছেন, কিভাবে পস্তুতি নিয়েছেন এটা জানিয়ে আমাদের উদ্বুদ্ধ করেছে । অংক পরীক্ষা বইয়ের এ টু জেড অংক কষেছি ।
পাটি গনিত, বীজ গনিত, সম্পাদ্য, উপপাদ্য সব সমাধান করে রেখেছি । এখন এসব পাঠ চুকে গেছে । এখন প্রশ্নপত্র হাজার টাকা আর ফেজবুকে পাওয়া যায় । অল্প কিছু প্রশ্নের উত্তর করলে জিপিএ ৫ কিবা গেল্ডেন ।
ফলে শিক্ষার মান তলানিতে ।
শেখ হাসিনা অকর্ণ হাসি দিয়ে বললেন যারা অধিক পাসের হারের সমালোচনা করে তারা না বুঝে করেছেন !
আর আপনি যা বুঝে করেছেন তা আরো বিপজ্জনক । আপনি তো ভবিষ্যত্ প্রযন্মকে আজকে পঙ্গু করে দিচ্ছেন ।
আজকে এমনই সমীকরন করা হয়েছে যে শতভাগ পাশ করলে শিক্ষককে জবাবদিহি করতে হবেনা । কিন্তু কেহ ফেল করলে পরীক্ষককে জবাব দিতে হবে !
এটি ম হীরক রাজার দেশে বোধ করি কল্পনার বাইরে ।
ফলে আমাদের সামনে এক ঘন অন্ধকারাচ্ছন্ন সময় আসতেছে ।
পরবর্তী প্রজন্মকে আমরা শিখিয়ে যাচ্ছি পরীক্ষায় না পরে কিভাবে পাশ করা যায় ।
আর এভাবেই আমাদের ভবিষ্যত্ প্রযন্মকে ধংশের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এই অবৈধ মানে জারজ সরকার ।
তাই মনে পড়ে একটি গানের কলি
চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল,
দেশটা মোদের চুষে খেল ঐ শকুনের পাল ।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অত্যন্ত দুর্ভাগ্য আমাদের,ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের এ খেলাতেও কারো নেই কোন মাথাব্যাথা!আমি খুব সচেতনভাবেই বিশ্বাস করি এ পাশের খেলা শুধুমাত্র রাজনীতির নোংরা খেলায় নিজেকে বিজয়ী করবার লক্ষ্যেই নয় বরঞ্চ পার্শ্ববর্তী কোন দেশের ইশারায় ভবিষ্যতের জন্য এমন একটি অথর্ব প্রজন্ম গড়ে তোলাই লক্ষ্য যারা পড়ালেখা ব্যতীতই গ্রাডুয়েশন শেষ করে ফেলেছে অথচ জানা নেই কিছুই,জানতে দেয়াও হয়নি কিছুই!
মন্তব্য করতে লগইন করুন