খালি মুসলিমরাই করলেই সমস্যা। মানবাধিকার লঙ্ঘন হয় !!!!!???

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১৩ আগস্ট, ২০১৪, ০৩:৫৮:৫৪ দুপুর



ঘটনা একঃ
আফগানিস্তানের একটি অঞ্চলে নাকি মহিলাদের বাইরে যেতে নিরাপত্তার জন্য কোন পুরুষ কে সাথে নিয়ে যেতে বলা হয়েছি। সাথে সাথে আন্তজার্তিক বিভিন্ন মানবাধিকার ধিক্কার জানিয়ে বলেছে এটা তালেবানদের মত নারীদের উপর অবিচার করা হচ্ছে। মিড়িয়া গুলো তো এই নিয়ে কথা বলতে গিয়ে ইসলামে নাকি নারীদের কোন অধিকার দেওয়া হয়নি এই বিষয়টা আকার ই্ঙ্গিতে বুঝাতে চেয়েছে।

যদিও বিষয়টি ছিল মহিলাদের নিরাপত্তার জন্যই। তারপরও নাকি এটা মানবাধিকার লঙ্ঘন!!!

ঘটনা দুইঃ
অবিবাহিত মেয়েদের জন্য জিন্স প্যান্ট পরা ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে

পঞ্চায়েতের স্পষ্ট নির্দেশ, জিন্স নামক ‘অশালীন’ পোশাক গ্রামের অবিবাহিতা মেয়েরা পরতে পারবেন না।

লিংকClick this link

ব্যবহার করা যাবে না মোবাইল ফোনও। কারণ, তাতে সমাজের ওপর বিরূপ প্রভাব পড়ে বলে তাদের অভিযোগ।

তাদের দাবি, এসব ‘অশালীন’ পোশাকের জন্যই সমাজে শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। মোবাইলে ছেলেদের সঙ্গে বেশি কথা, হাসাহাসি এবং অবাধ মেলামেশা তাদের পরিবারকে আরও সমস্যায় ফেলছে। তাই বেপথুদের ‘সংযমী’ করতেই এমন সিদ্ধান্ত।

পঞ্চায়েত প্রধান অশোক কুমার জানান, বিয়ের অনুষ্ঠানে অহেতুক সাউন্ডবক্স বাজানো বা ডিস্ক জকি এনে নাচগানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এটা যেহেতু কোন মুসলিম দেশে জারী করা হয় নি তাই এখনে মানবাধিকার লঙ্ঘনের কোন প্রশ্নই উঠেনি। অনেকে আবার এই উদ্যোগ কে স্বাগতও জানিয়েছে।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253922
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম! হাঁচ কেথা কইছেন মশাই।
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
197799
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই হাচা কেথা কইবার লাইগ্গা আমারে অনেকেই রাজাকার কয় কিন্তু
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
197803
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সামান্য হাচা কথা উচ্চারণ করেই যদি এত্তোবড় সনদ হাসিল করণ যায় তাইলে এর চেয়েও বড় হাচা কেথা কইলে কি পুরুস্কার দেওন যাইবো?

অচিরেই মহান ১৫ ই আগষ্ট। এ ব্যাপারে কেউ যদি হাচা কেথা জাতিরে হুনাইতে চায় তাইলে তারে কি পুরুস্কার দেওন উচিত?
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:১৯
197845
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মহান ১৫ ই আগষ্ট নাকি করা জম্ম দিন পালন করা ডিরেক্ট মানবতাবিরোধী অপরাধ। কিন্তু আমার দূঃখ লাগে যারা ১৫ ই আগষ্ট জম্ম নেওয়া মানুষদের। তারা কখনো নিজের জম্ম দিন পালন করতে পারবেনা মানবতাবিরোধী অপরাধী হবার ভয়ে।
253924
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২০
মাহফুজ আহমেদ লিখেছেন : যত দোষ মুসলমানদের!!
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৩
197794
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যত দোষ নন্দ ঘোষ। এই "নন্দ ঘোষ" টাই হল আজকের মুসলিম
253927
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : বুঝি নাই-কি কৈবার চান?
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৯
197792
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : একটু কষ্ট+দয়া করে আবার পড়েন। Tongue Tongue
253936
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৮
হতভাগা লিখেছেন : যাকে দেখতে নারি তার চলন বাঁকা
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৯
197793
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম... যত দোষ নন্ধ ঘোষ
253954
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
ভিশু লিখেছেন : মুসলিমরা কাফিরদের চোখের বালি ছিলো, আছে, থাকবেনও! এটাই তো গর্বের... Loser
ওরা দেখবে, টের পাবে সেইদিন...
ইনশাআল্লাহ!
Praying Day Dreaming
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:২৩
197846
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কিন্তু এভাবে যদি মুসলিমদের বিরোদ্ধে অপপ্রচার চলতে থাকে তাহলে তো স্বয়ং অনেক মুসলিমই মুসলিম কে ভুল বুঝতেছে
253966
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
আহ জীবন লিখেছেন : হায় হায় এইটা কি করলো? জিন্স
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
197847
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম....পঞ্চায়েতের স্পষ্ট নির্দেশ, জিন্স নামক ‘অশালীন’ পোশাক গ্রামের অবিবাহিতা মেয়েরা পরতে পারবেন না। Surprised Surprised Surprised
253968
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আহ জীবন লিখেছেন : হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার, কি ছিলে আমার তুমি বোঝানো না যায়


প্রথম কমেন্টটা মুছে দিয়েন।
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
197849
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বুঝলাম না ভাই এই কমেন্ট টার অর্থ
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭
197861
আহ জীবন লিখেছেন : আইয়ুব বাচ্চুর বেলা শেষে গানের একটা অংশ। প্রাসঙ্গিক মনে করে বলেছি। মন্তব্য টা যদি নিজেকে পঞ্চায়েত প্রধান মনে করে চিন্তা করেন তবে বুঝতে পারবেন হয়ত।
253981
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
শাহজাদা ইয়ামেন লিখেছেন : এইটাও স্পষ্ট মানবাধিকার লংঘন । তবে মুসলমানরা আগে এতো বেশি মানবাধিকার লংঘন করছে যে সারা দুনিয়ার চোখ মুসলমানের উপরেই থাকে, তাই এদের দোষটা বেশি চোখে পড়ে ।
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫৫
197860
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : জনাব...ধরুন আপনি কোন ব্যাংক থেকে ১লক্ষ টাকা তুলে বাড়ি যাবেন। এক্ষেত্রে আপনি টাকাগুলো খুব যত্ন সহকারে এবং সতর্কতার সাথে টাকার ব্যাগটি বহন করবেন এবং এত টাকা নিয়ে কখনো লোকাল বাসে উটবেন না।
এখন আমি প্রশ্ন করতে পারি আপনি কেন অন্য দিনে চেয়ে আজ এতবেশি সতর্কতা অবলম্বন করতেছেন কেন?? উত্তর হবে আপনার সাথে থাকা টাকা/মূলবান জিনিস সেইভ রাখতে এতাে সতর্কতা। ঠিক তেমনি ভাবে ইসলামের চুখে নারীরা অনেক সম্মা্সী এবং দামী। আর তাদের কে বাচাতে ইসলামে প্রর্দা প্রথা কথা বলা হয়েছে।

যার প্রমান আপনি কোন সমাজে নারী ধর্ষনের/নির্যাতনের হার এটা একটু চুখ বুলালেই বঝতে পারবেন।

১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
198360
শাহজাদা ইয়ামেন লিখেছেন : নারীকে মানুষ হিসেবে দেখুন টাকার ব্যাগ বা ভোগের জিনিস হিসেবে নয় ।
১৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৪
198615
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি নারীদের টাকা হিসেবে উল্লেখ করিনি। শুধু আপনি বুঝার জন্য তা বলেছি।

ইসলামে নারীকে যে অধিকার+সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম বা দর্শন তা দেয় নি। যার প্রমান পশ্চিমা দেশ গুলোর দিকে দেখলে বুঝা যা। প্রতিদিনই কি হারে সেখানে ইসলাম গ্রহন করতেছে। যার অধিকাংশই নারী। বাংলাদেশে আপনাদের কথা শুনলে তাদের সাথে কিছুতেই মিলাতে পারিনা। সেখানে কোন শরিয়া শাসন নাই। যেমন ইচ্ছে তেমন চলতে পারে। আপনাদের ইসলাম বিষয়ে এতো অপপ্রচারের পরও সেখানকার নারীদের ইসলামের প্রতি এতো আসক্তির কারণটি ব্যাখ্যা করবেন কি??
১৭ আগস্ট ২০১৪ রাত ০২:৪৫
198774
শাহজাদা ইয়ামেন লিখেছেন : মানুষের অতি প্রাচীন একটা ইন্সটিংক হলো যা না করতে বলা হয় তা করা । আর যেই হিসাব আমাদের সামনে মুসলিম এনজিও গুলো দেয় এর বেশিরভাগই ভুয়া । এতো এতো মুসলিম হইতেছে কই কোন দেশে মুসলিম জনসংখ্যা বাড়তেছে বইলা তো দেখি না । শুনা কথায় কান না দিয়ে বিষয়টা যাচাই করলেই বুঝা যায় । ইসলাম নারীদের কি করছে ? ঘরে বন্দী করে দিছে, পর্দার নামে একটা জেলখানার সৃষ্টি করেছে । নারীকে পন্যের সাথে তুলনা করেছে । নারী কি ঘরের ফুলদানি নাকি যে ঘরে ধরে রাখতে হবে ??? নারীকে শাসনের অধিকার দেয় নি, দেয় নি সমান সাক্ষের মর্যাদা । ইসলাম সম্মান দিয়েছে ? হাহ

অন্য ধর্মের কথা বলেন ? কয়টা ধর্মের খোজ রাখেন আপনি ? আপনি গারোদের ধর্মের খবর রাখেন ? তারাই নারীদের সরবোচ্চ সম্মান দিয়েছে । একবার একটু দেইখেন । আর ধর্মের কথা কি বলবো । পুরুষতান্ত্রিক কোন ধর্মই নারীকে তার প্রাপ্য সম্মান দেয় নি । কোন ধর্মই না ।
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:১৪
198863
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইসলাম নারীদেরকে ঘরে বন্ধি করে রাখার কথা কোথায় বলেছে একটু রেফারেন্স দিবেন,
ইসলাম বলেছে শালীনতার সব কিছুই করতে পারবে। এমন কি ব্যাবসা পর্যন্ত। এখানে "ব্যাবস" শব্দটা উল্লেখ করার কারণ হল বাজারে প্রচুর মানুষ জমায়েত হয়। সেখানেও নারীদের বিচরনের জন্য ইসলামে অনুমোদন দেওয়া হয়েছে শালীনতার সাথে।
আর আপনি মুসলিম এনজিও কথা শুনতেছেন কেন?? বিবিসির রির্পোট গুলো কি আপনার চুখে পড়ে না??
"আপনি বলছেন যে মুসলিম জনসংখ্যা বড়তেছেনা কেন??" আপনি ইউরোপ-আমিরিকার দেশগুলোর মুসিলমদের জনসংখ্যা দেখলেই সহজেই এর উত্তর পা্বেন। দশবছর আগে মুসলিম জনসংখ্যা কত % ছিল এবং দশ বছর পর কত % হল।

ইউকিপিডিয়াতে চার্চ করে দেখেন কোন ধর্ম খুব দ্রুত বাড়তেছে। নিঃসন্দেহে বিবিসি, ইউকিপিডিয়া এগুলো মুসলিম এনজিও নয়।

সর্বশেষ একটি নিউজ পড়ুন। ইংল্যান্ডে মুহাম্মদ নামটা খুবই জনপ্রিয় হতে যাচ্ছে।

অবশ্য আপনার ধর্মের লোকদেরও খুব ইসলাম আকর্ষন দেখা যাচ্ছে। প্রতিনিয়ত তারাও ইসলাম গ্রহন করতেছেStraight Face Straight Face Straight Face Straight Face Straight Face
255950
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Here is a answer : Allah has said to His prophet Muhammad (SAW), So if they dispute with you, say : "I have submitted my whole self to Allah and so have those who follow me. " And say to the people of the Book and to those who are unlearned : "Do you (also) submit yourselves ?" If they do, they are in right guidance, but if they turn back, your duty is to convey the message ; and in Allah 's sight are (all) His servants. (Quran, 3:20 )
১০
328954
০৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৭
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : ইয়া কিতা কন,
মানবাধিকার for মুসলিম
সম্ভব নারে ভাই।
No rights for muslim.... Cz we dont have unity
as much non-muslims have.
০৭ জুলাই ২০১৫ রাত ১১:২৯
271262
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হ ভাই, মানবাধিকার শব্দটি মুসলিম বিরোধী।
তই... ইউনিটির কথা কি ভাবে বললবে? আমরা তো ফরজ বাদি দিয়ে নফল নিয়ে বড়াবাড়ি করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। মুসিলমদের মধ্যে বিবাদ মান বিষয় গুলো (আসলে এগুলো পালন না করেও মুসলিম হওয়া যায়) সে বিষয় গুলো সামনে ইসলাম নিয়ে গৃহযুদ্ধ শুরু করে দিয়। শিয়া, সুন্নি, ওহাবিসহ আরো অনেক দল একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা করতে করতে হয়রান হয়ে যাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File