মুসলমান ও মানবতা
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ০৯ আগস্ট, ২০১৪, ০৭:৫২:৫৬ সন্ধ্যা
মানবতার ধারক বাহক কে??মানবতার মাপকাঠি কী?সারা বিশ্বে মুসলমানকে যে নৃশংস ভাবে হত্যা করা হচ্ছে,ইরাক,আফগানিস্থান,ফিলিস্তিন সহ মুসলিম দেশে যেভাবে গনহত্যা চলছে তা কি মানবতার সংজ্ঞায় পড়ে না!!মানবতা কি শুধু ইয়াহূদী,খৃস্টান, নাসারাদের জন্য?সারা বিশ্বে সস্তা দামে মুসলিম হত্যা চলছে ,আর বিশ্ব মোড়লরা মুখে কুলুপ এঠে বসে আছে।দূর্ঘটনা বশত যদি কোন মুসলমান কর্তৃক কোন অমুসলিম মারা যায় ,তখন মানবতার ধারক বাহক ও অসুস্থ মিডিয়া গুলো মানবতার নামে মুসলমানদের চৌদ্দ গোষ্টি উদ্ধার করে ছাড়ে।তখন সেটা হয়ে যায় সন্ত্রাসী হামলা! মিডিয়া গুলো উঠে পড়ে লাগে মুসলমানদেরকে সন্ত্রাস হিসাবে প্রমাণ করতে।মায়ানমার,গাজায় এখন ও নির্বিচারে মুসলিম নিধন চলছে।বেহায়া মিডিয়ার চোখে সেটা সন্ত্রাসী নয়!! এইভাবে আর কত চলবে মুসলমান নিধন??হে আল্লাহ তুমি সারা বিশ্বের নির্যাতিত মুসলিমলে হেফাজত কর।আমীন
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন