হারিয়ে যাওয়া গন্ধ
লিখেছেন লিখেছেন আওলাদ ০৯ আগস্ট, ২০১৪, ০৭:৪৭:৪৬ সন্ধ্যা
আমি আর খুঁজে পাই না সেই হারিয়ে যাওয়া গন্ধ। খুঁজে পাই না সেই মেঠো পথ। যেখানে শেষ নেই সবুজের। চারিদিকে সবুজের ছোয়া। গ্রাম থেকে গ্রাম শুধু সবুজ আর সবুজ। ধানের পাতার একটানা সুর। জীবনের প্রতিটি পরতে পরতে শুধু হাহাকার আর হাহাকার । আমি ছুটে চলি আগামীর দিকে। শুধু প্রাপ্তি আর প্রত্যশার দিকে। কিন্তু যা হারিয়ে ফেলছি তা কি কেনো দিন ফিরে পাবো? আমি কি ফিরে পাবো আমার অতীত। আমার জীবনের সেই হারানো সম্পদ? আমি কি ফিরে পাবো ? আমার যৌবন। আমার সময়। আমার জ্ঞান। আমার স্মৃতি।।।।।।।।।।।।।।।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন