তোমরা যারা বাম করো
লিখেছেন লিখেছেন আওলাদ ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০১:১৯ বিকাল
কিছু দিন আগে প্র্রথম আলো পত্রিকায় নাস্তিক জাফর ইকবাল আমি তার নামের পুর্বে মো: শব্দটি লিখলাম না কারণ তিনি মুসলমান না নাস্তিক। তোমরা যারা শিবির করো শিরোনামের একটি প্রবন্ধ লিখেছিল আমি জানি আমার এই লেখা তার চোখে পড়বে না। তবু্ও বলতে চাই শিবির কি কোন মেয়ে কে ধর্ষণ করেছে? শিবির কি রাস্তায় কোন মেয়েকে ইভটিজিং করেছে ? শিবির কি পার্কে মেয়েদের নিয়ে আপত্তিকর কিছু করেছে? শিবির কি কোন শিক্ষকদের পিটিয়েছে? আমার মনে হয় তিনি এর কোন কিছুরই প্রমাণ করতে পারবে না।
এবার আসি বামদের কথায়:
একদিন টিএসসির ঘরে গেলাম নাকের ভিতর শুধু গাজার গন্ধ আর গন্ধ। ছেলে মেয়ে এক সাথে তাশ খেলছে। আমি বাম করে তাদের ঘরে শুধু ধুপের গন্ধ আর ধুপের গন্ধ। মদ গাজার আড্ডা। ছেলে ময়েদের মধ্যে কোন বিভেদ নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন কোন ভাল আর কোনটা মন্দ?
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন