আমর আমি কে ভালবাসতে হলে যে কাজটি আমাদের সবার করা উচিত-
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ০৯ আগস্ট, ২০১৪, ০৭:৪১:৩৫ সন্ধ্যা
প্রতি মাসে একবার এপোর্মেন্ট সাক্ষেপে সেলুনে যাওয়া হয় । আজ যে যাওয়ার কথা ছিল ভুলে গিয়েছিলাম ১ মাসের ব্যবধানের কারনে।ছুটির দিন বলে ঘুমিয়ে ছিলাম হঠাৎ যে মেয়েটি আমাকে প্রতিমাসে এই কাজে সাহায্য করে তার ফোন কোথায় আমি জানতে চেয়ে আমি সরি বলে ভুলে গিয়েছিলাম বললাম এবং কিছুক্ষণের মধ্যে আসছি বলে রওনা দিলাম ততক্ষনে যে দেখি আমার পরবর্তি সিরিয়ালের ভদ্রমহিলা হাজির।আমাকে দেখে মেয়েটি বলল আমার দেরীর কারণে আমাকে আধঘন্টা অপেক্ষা করতে হবে । তাই ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি যে দোকান গুলি থেকে আমি পোশাক কিনি দেখি ""মেড ইন বাংলাদেশের"" কি নতুন পোষাক এসেছে ।যেয়ে দেখি ওয়াও অনেক কিছু আর দেরী না করে ৫ টা টি-শার্ট এবং দুইটা জিন্স কিনলাম।বলে রাখি এখানে আমার দীর্ঘ এই প্রবাস জীবনে আমার সমস্ত কাপড় "মেড ইন বাংলাদেশ"
পাঠক ভাবছেন আমি কেন নিজের ঢোল এভাবে পিঠালাম।দুঃখিত এভাবে নিজেকে নিয়ে লেখার জন্য। আমার শুধু এইটুকু বলা যারাই প্রবাসে থাকেন একটু কষ্ট করে দোকানে দোকানে ঘুরে ""মেড ইন বাংলাদেশ"" লেখা জিনীষ টি কিনুন আমাদের দেশের তৈরী জিনীষ টি বিশ্বের বুকে জনপ্রিয় করে তুলুন।
নিছে আমার আজ কিনা টি শার্টের ছবি দিলাম কেমন মানিয়েছে বলতে ভুলবেন না আশা রাখছি--
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া ছবি মুখ কেটে দিয়েছেন কেন ঘুড়তে ঘুড়তে যদি কখনো আপনার সাথে দেখা হয়ে যায় তাহলে চিনতে পারতাম ।এখন তো চিনব না ।
(অপঠিক- এমনি নিজের ঢোল পিঠিয়েছি বলে মনে হয় লেখাটির মাঝে -- এর পর নিজের এই কুৎসিত মুখ দেখিয়ে পাঠক কে বিরক্ত করতে চাই না--)
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন