এমন কেন ভালবাসা ???

লিখেছেন লিখেছেন সাবু আলু ০৯ আগস্ট, ২০১৪, ০৬:৪৮:১৭ সন্ধ্যা



জীবনে যে মানুষকে যত বেশী ভালবাসবেন

সেই মানুষটি আপনাকে তত বেশী কষ্ট দিবে

মাঝে মাঝে ভালবাসার মানুষের মুখের কথা শুনে মনে হবে

সে কত বড় স্বার্থপর

কিন্তু মূহূর্তেই তার মিষ্টি মুখখানা দেখে

আপনার সব অভিমান চলে যাবে

কাউকে ভালবাসা মানে নির্ভরশীল হয়ে পড়া আর যার উপর নির্ভরশীল হয়ে পড়বে সে তোমার জীবনের অনেকটুকু জায়গা দখল করে থাকবে

যদি কখনও চলে যায় তখন তোমাকে শূন্য জগতের বাসিন্দা করে দিয়ে যাবে । তখন তোমার চেয়ে দুখী কেউ থাকবে না ।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252616
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১০
বুড়া মিয়া লিখেছেন : ভুল ... সবই ... ভুল ...

কারও জন্য কিছু থেমে থাকে না!

মানুষের সব চাইতে ভালোবাসার তার পিতা-মাতা (সুস্থদের ক্ষেত্রে); তারাও চলে যায় – জীবন থেমে থাকে না, মাঝে মাঝে স্তব্ধতা আসলেও!

আর অসুস্থ ভালোবাসা (মানে ছেলে-মেয়ে ঘটিত প্রেম) থেকে আমি সকল আক্রান্ত রোগীর আশু মুক্তির জন্য দোয়া করি।
252617
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
সাবু আলু লিখেছেন : আপনার কথা মানলাম কিন্তু অসুস্থ ভালবাসায় এখন সব ছেয়ে গেছে । আর সেই অসুস্থ ভালবাসায় কেউ মারা গেলে তখনকার সময়ের অনূভূতি একমাত্র তারই হয় যে তখন বর্তমান থাকে । আপনারসাথে সাথে আমিও দোয়া করি তাদের জন্য।
252631
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : যারা হৃদয়ের লাগাম ধরে রাখেনা, তাদেরকে অনিয়ন্ত্রিত হৃদয় জীবনের প্রতিটি গলিতে কষ্ট দেয়। এটাই স্বাভাবিক। আপনার অনুভুতিপুর্ন কথাগুলো সমর্থন করি। ধন্যবাদ।
252640
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
সাবু আলু লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও
252642
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : জীবনে যে মানুষকে যত বেশী ভালবাসবেন
সেই মানুষটি আপনাকে তত বেশী কষ্ট দিবে

সহমত Broken Heart Broken Heart Broken Heart
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:১৩
196776
সাবু আলু লিখেছেন : ধন্যবাদ আপনাকে
252694
০৯ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
আফরা লিখেছেন : ভালবাসা বলতে কি শুধু ছেলে - মেয়ের প্রেম কেই বুঝেন নাকি ! সন্তান তার মা বাবাকে ভালবাসে তারা কি সন্তানকে কোন কষ্ট দেয় । মা বাবা তার সন্তানকে ভালবাসে কিছু কিছু খারাপ সন্তান অবশ্য আছে মা বাবাকে কষ্ট দেয় ।
০৯ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
196840
সাবু আলু লিখেছেন : আফরা , আমি ভালবাসা বলতে শুধু ছেলে-মেয়ে বুজি না ।ভালবাসার মাঝে অনেক ধরনের ভালবাসাই পড়ে । তবে আমি এখানে ছেলে-মেয়ের ভালবাসাই বুজিয়েছি যা আপনিও বুজেছেন । ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য
252732
১০ আগস্ট ২০১৪ রাত ১২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালবাসা আমার বা আপনার যারই হোক ভালবাসা বুঝতে হলে ভালবাসার বুঝ থাকতে হবে! এ ক্ষেত্রে আপনার যত বুঝ আছে তার নাও থাকতে পারে! আপনাকে বা আমাকে এটা বুঝে এগিয়ে যেতে হবে....
252736
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৩৯
সাবু আলু লিখেছেন : ভালো লাগলো কথাগুলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File