একটি পেট্রোল বোমার আত্মকাহিনী
লিখেছেন লিখেছেন সাবু আলু ২০ জানুয়ারি, ২০১৫, ১০:১০:০৭ রাত
আমি পেট্রোল বোমা তৈরি হয়েছিলাম স্পেনিশ সিভিল ওয়্যারের সময় কিন্তু আমাকে সর্বাধিক ব্যাবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় । আমি কিছু মানুষের জন্য ভাল করি আর কিছু মানুষকে পুড়িয়ে আঙ্গার করে দেই । আমি আমার কাজ আজ পর্যন্ত ঠিক ভাবে করে আসছি । কিন্তু কেন যে আমার স্থান এই বাংলাদেশে এসে পড়ল আর তা দিন দিন বিস্তৃতি লাভ করছে তা নিয়ে আমার দুঃখের শেষ নেই । এই বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমাকে দিয়ে নিরীহ ,নিরপরাধ হতদরিদ্র মানুষদের পুড়ানো হয় । খুব খারাপ লাগে আমার নিজেরও। বিশ্বাস করেন আমি চাই না এই সকল মানুষদের পুড়াতে আমি পারলে তখন তাদের গায়ে আগুন না দিয়ে পানি ঠেলে দিতাম । কিন্তু আমার ধর্মই যে পুড়ানো । এইদেশের মানুষের রাজনীতি বিশ্বের সব দেশের রাজনীতির চায়ে নিকৃষ্ট যেখানে নেতাদের গায়ে ফুলের আচরও লাগে না আর প্রজাদের হয় সারে সর্বনাশ । আমি অচিরেই এই দেশ ত্যাগ করতে চাই । কেন আমার থেকে নতুন আপডেট কিছু এখনও আসে না এই দেশে তা নিয়ে আমি অনেক চিন্তিত ।
আরেকটা মনের কষ্ট বলি --
আমাকে অন্য যে কোন দেশে তৈরি করে ল্যাবে আর এই দেশে যে আমাকে কোথায় তৈরি করে তা আর মুখে আনতে চাই না ।
আমি আর কিছুই চাই না । আমাকে দিয়ে নিরীহ মানুষ মারিস না ভাই
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নামটা এসেছে ষ্টালিন এর পররাষ্ট্র মন্ত্রি মিখাইল মলোটভ এর নাম থেকে!!
মন্তব্য করতে লগইন করুন