"ফাঁসি" আর "রাজনীতি " শব্দদুটো নিশ্চয়ই ভয়াভহ
লিখেছেন লিখেছেন সাবু আলু ০৪ নভেম্বর, ২০১৪, ১২:৩৫:২৯ রাত
পোষ্টটা আসলে যুদ্ধাপরাধীদের ফাসি নিয়ে ...
নাহ !! আমি কারো ফাসির রায় হইছে বলে উচ্ছ্বাস অথবা অবাঞ্চিত বলে মন্তব্য করবো না ।
এই কয়েকদিন ধরে প্রাইম নিউজ হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাসির রায় । আর সেই রায় শুনার পর নিশ্চয়ই দন্ডপ্রাপ্ত আসামীরা ভাল নেই । কিভাবে ভাল থাকবেন ?? মৃত্যুর তারিখও যদি আপনি জানেন তাহলে আপনি কি ভাল থাকবেন ?? তাদের কেমন মনে হচ্ছে এখন ??? কেউ কি কল্পনা করতে পারবে তাদের মনের অনূভূতি গুলো ??
আমি আর কয়েকদিন বাঁচবো । ১৬ই ডিসেম্বরের আগে আমাকে মৃত্যুদন্ড দেওয়া হবে । আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না । আমার মৃত্যু হবে নিকৃষ্ট ভাবে । এইসব ভাবতে গিয়ে তার চোখে হয়ত ফাঁসির কারণগুলোও স্পষ্ট ভাবে ভাসবে । অনুশোচনা করবে হয়তো আমি যদি এমন কিছু না করতাম ।
ফাঁসির আগে তাদের পরিবারের সাথে শেষ দেখা করতে দিবে । কেমন লাগবে তাদের মনে ?? এই শেষ দেখা আমার প্রিয়জনদের । আর কখনো তাদের দেখবো না ।
অতঃপর সেই মহেন্দ্রক্ষন আসবে । ফাঁসির কাস্টরায় দাড়া করানো হবে । কালো টুপি পড়ানো হবে । গলায় রশি জুলানো হবে । অবশেষে মৃত্যু আর সাথে সাথে হবে কর্মময় একটি জীবনের অবসান ।
কলুষিত রাজনীতির একদল হাসবে আর একদল কষ্ট পাবে । রাজনীতির পথে পা বাড়ানো মানে নিজের জীবন নিয়ে খেলা করা । অবশ্যই ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ।
না,তার বলবেন, যারা বিনা দোষে আমাদের এই সাজা দিল, আল্লাহ তুমি তাদের হেদায়েত কর৷
মনে রাখবেন মুমিন মানুষ খুন করেনা ধর্ষণ করেনা, অন্যের অকল্যান চায়না৷ যাদের ফাঁসী দেওয়া হচ্ছে তারা মুমিন৷
কলুষিত নোংরা এই অপরাজনীতি কে অবশ্যই ধিক্কার জানাতেই হবে!এ অবস্হার পরিবর্তনের জন্যে কাউকে না কাউকে এগিয়েও আসতেই হবে!
পরিণতি চিন্তা করে এ থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে কেন!!!
মন্তব্য করতে লগইন করুন