দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়; যুদ্ধাপরাধীদের বিচার বানচাল -- হাসবেন না। বিরাট কৌতুক।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ নভেম্বর, ২০১৪, ০৩:৩১:৩৬ রাত
শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়; যুদ্ধাপরাধীদের বিচার বানচাল চেষ্টা কি না দেখার নির্দেশ .....
সারা বিশ্বের সকল মিডিয়া প্রচার করে - ভারতের কারণে বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
বাংলাদেশের মিডিয়ার খবর বলে - ভারতের কারণেই দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়।
ভারতের সমস্যায় অন্ধকারে বাংলাদেশ
http://www.banglamail24.com/news/2014/11/01/id/85049/
ভারতের কারণেই দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় হবার পর ও সেরা কৌতুক দেখুন -
‘দেশে বিদ্যুৎ ঘাটতি নেই’
শনিবার সারাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে আজ বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গতকালের ঘটনায় কোনো প্লান্টের ক্ষতি হয়নি। সাধারণত জাতীয় গ্রীডে বিপর্যয় হলে বিদ্যুৎ প্লান্টের ক্ষতি হয়। তিনি আরও জানান, দেশে কোন বিদ্যুৎ ঘাটতি নেই। বর্তমানে সারাদেশে ৪হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে শনিবার জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সম্পর্কে এখনই কিছু বলতে চাই না।
http://mzamin.com/details.php?mzamin=NDg0OTA%3D&s=MQ%3D%3D#.VFfzRrxFskw
কিন্তু শেখ হাসিনা বললেন - যুদ্ধাপরাধীদের বিচার বানচাল চেষ্টা কি না দেখার নির্দেশ।
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসহনীয় কঠিন পরিস্হিতিতে সামান্য একটু বিনোদনের হাস্যকর প্রয়াস না চালালে কিভাবে হয়! প্রধানমন্ত্রী হিসেবে জাতিকে তো বিনোদনের সামান্য ব্যবস্হা হলেও চাই!
এর থেকে আর বড় বিনোদন কি হতে পারে , যেখানে সাড়া বিশ্ব বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে রিপোর্ট করছে !
মন্তব্য করতে লগইন করুন