আজ বিশ্বের যে দিকেই তাকাই । হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে প্রতি নিঃশ্বাসে ।
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৬ আগস্ট, ২০১৪, ১০:১২:১০ রাত
আজ বিশ্বের যে দিকেই তাকাই । হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে প্রতি নিঃশ্বাসে ।
চীনের উইঘুর মুসলিমরা অধিকার হারা বঞ্চিত গোষ্ঠী।
বাড়ির পাশে মিয়ানমারে প্রতিদিনই খুন হচ্ছে আমাদের আত্মার আত্মীয়রা।
দক্ষিণ আফ্রিকায় মানবতাবাদের ফেরিওয়ালাদের সামনে জবাই ও পুড়িয়ে মারছে আমাদের ভাইদের।
মিশর, সেতো ফেরাউনের সিলসিলায় চলছে ঈমান ও বিশ্বাসীদের হত্যার মহা উৎসব।
ফিসিস্তিন, সেতো জনম দুখী মাজলুমের কারাগার।
সিরিয়া, ইরাক চলছে শিয়া সুন্নি নামক বিষ ফোড়ার মত ভাইয়ে ভাইয়ে নিঃশেষ হওয়ার চূড়ান্ত কোশেশ।
বাংলাদেশ, ঈমান দারের রক্তে লাল এক পিচ ঢালা জনপদে পরিণত হয়েছে।
আমাদের শেখেরা পার্থিব হুর পরি গেলমানের চারণ ভুমি করে রেখেছে কাবার দেশ কে ।
যালিমের মুখ্য ভুমিকায় তাদের অবদানে ইসলাম আজ অপাংতেও অচ্ছুৎ আর নিপীড়িতদের লকাব ধারন করেছে।
হে আল্লাহ্ আমাদের মাঝে ওমর পাঠাও।
হামজার আজ বড় প্রয়োজন।
মুসা বিন নুসায়ির, তারেখ বিন জিয়াদ আজ সময়ের দাবি।
আমাদের নেতা হিসেবে যারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, তারা জুলুম ছাড়া তোমার বান্দাদের আর কিছুই উপহার দিতে পারে নাই।
হে আল্লাহ্ এ রমাধানে তুমি আমাদের এ দোয়াকে কবুল কর । আমীন ।।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন