------------নতুন ছড়া ------------ আমাদের শিক্ষিত !
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৭:১৮ দুপুর
আমাদের শিক্ষিত ! লিখে ইতিহাস,
দাদা বাবু খুশি হয়ে দেয় খেতে ঘাস।
আগডুম খুশিতে ডাল চাল ভূষিতে,
তিন বেলা আহারে খায় শুধু ঘাস।
আমাদের শিক্ষিত লিখে ইতিহাস।
আমাদের শিক্ষিত আধুনিকে কম নয়,
বাপ জাতি ভুলে গিয়ে পড়শিরে "ড্যাড" কয় ।
দাদাদের চোখ দিয়ে দেখে ইতিহাস।
তিন বেলা ঘাস খেয়ে জাতিকে দেয় বাঁশ ।
আমাদের শিক্ষিত লিখে ইতিহাস।
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ । ভাল লেগেছে!!
মন্তব্য করতে লগইন করুন