নিজামী মুক্ত বাংলাদেশে মিলিয়ন ডলারের প্রশ্ন ।

লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ১১ মে, ২০১৬, ০৪:৫৯:৪৩ বিকাল



১ এখন কি দেশের ব্যাংক গুলোতে ডাকাতি বন্ধ হয়েছে ?

২, প্রতিদিন অসংখ্য শিশু থেকে বৃদ্ধা নারী ধর্ষিতা হচ্ছে, আজ থেকে কি সকল ধর্ষণ ও ধর্ষিতা নারিকে খুন বন্ধ হয়েছে ?

৩, খালে বিলে ডোবায় বনে জংগলে প্রতিদিন অসংখ্য লাশ। আজ থেকে কি কোথাও লাশ না পাওয়ার গ্যারান্টি আছে ?

৪, প্রতিদিন গুম হচ্ছে অসংখ্য মানুষ । নিজামী মুক্ত বাংলাদেশে আজ থেকে কি গুম বন্ধ হয়ে গেছে?

৫ সীমান্তে প্রতিদিন খুন হচ্ছে বাংলাদেশী। সীমান্ত খুনি বিএসএফ আজ থেকে কি খুন না করার তাওবা পড়েছে?

৬, দেশের তেল গ্যাস বিদ্যুৎ ক্ষেত্রে যে মহা লুটপাট হচ্ছে, তা কি আজ থেকে বন্ধ হয়ে গেছে ?

৭, শিশু খাদ্য সহ খাদ্য পণ্যে আজ থেকে কি ভেজাল হয়ে গেছে?

৮, আজ থেকে কি পুলিশ র‍্যাব সহ প্রশাসনের সকল সেক্টর দুর্নীতি মুক্ত ও দেশ প্রেমিক হয়ে গেছে ?

৯, আজ থেকে কি দেশের বেকার যুবকরা বেকারত্যের অভিশাপ থেকে মুক্তি পেতে আত্যহত্যা না করার সিদ্ধান্ত নিয়েছে?

১০, চেতনার সরকার আর সোনার ছেলেদের কল্যাণে আজ কি দেশের মানুষ নিরাপদে শান্তিতে ঘুমাচ্ছে ?

১১, উপরের প্রশ্ন গুলো কি আপনাদের নিকট অযৌক্তিক মনে হয়েছে ?

বিষয়: বিবিধ

১৪০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368741
১১ মে ২০১৬ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : উওর নাই তবে একটা জীবিত ইবলিশের আত্মার শান্তি হয়েছে আর একজন আল্লাহর মেহামানের জান্নাতে ঠাঁই হয়েছে।
০৫ জুন ২০১৬ রাত ০৩:১৬
307860
কালো পাগড়ী লিখেছেন : ইবলিসের অট্ট হাঁসি।
368747
১১ মে ২০১৬ রাত ০৮:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : শেখের পোলা লিখেছেন : উওর নাই তবে একটা জীবিত ইবলিশের আত্মার শান্তি হয়েছে আর একজন আল্লাহর মেহামানের জান্নাতে ঠাঁই হয়েছে। একমত।
০৫ জুন ২০১৬ রাত ০৩:১৭
307861
কালো পাগড়ী লিখেছেন : হুম।
368770
১২ মে ২০১৬ রাত ১২:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শাহবাগে মিষ্টি খাওয়া হবে!
০৫ জুন ২০১৬ রাত ০৩:১৮
307862
কালো পাগড়ী লিখেছেন : বেশী মিষ্টিতে ডায়াবেটিক হয়। তারপর মিষ্টিতে টিস্যু মিস্ক তো আছেই।
368805
১২ মে ২০১৬ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : ৪৫ বছরের বোঝা দূর হল যা জাতির উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছিল।

যেহেতু উনারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন এবং পাকিস্তান যুদ্ধে হেরে গিয়েছিল, তাই উনার/উনাদের উচিত ছিল যুদ্ধের পর পরই পাকিস্তানে চলে যাওয়া। পাকিস্তান এখনও তার জন্য হাহাকার করছে।
২৯ মে ২০১৬ সকাল ১১:৩৪
307365
প্রেসিডেন্ট লিখেছেন : এভাবে চলতে থাকলে সেদিন হয়তো দূরে নয় যেদিন সন্তু লারমা বা কোন চাকমার নেতৃত্বে চট্টগ্রামকে স্বাধীন ঘোষনা করা হবে। আমরা চট্টগ্রামবাসী যারা দেশপ্রেমিক তারা এর বিরোধীতা করলেও দেশি বিদেশী ষড়যন্ত্রের কাছে পরাজয় হতে হবে। তখন এ দেশপ্রেমিকদের চট্টগ্রামবিরোধী এবং বাংলাদেশের কোলাবোরেটর আখ্যা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে।
২৯ মে ২০১৬ সকাল ১১:৩৫
307366
প্রেসিডেন্ট লিখেছেন : হাহাকার শুধু পাকিস্তান করছে না। প্রায় সারা পৃথিবীতে জানাজা হয়েছে। পৃথিবীর কোটি কোটি মুসলমান হাহাকার করছে।
২৯ মে ২০১৬ সকাল ১১:৫০
307371
হতভাগা লিখেছেন : পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে গেলে সেখানে থাকা বাংলাদেশীদের উচিত হবে মূল ভুখন্ডে সরে আসা । ওখানে থাকলে দেশদ্রোহী হিসেবে ট্রিটেড হবে , এটাই স্বাভাবিক।

সারা বিশ্বের মুসলমানদের ভুল বুঝিয়ে ফায়দা নিতে চেয়েছিল পাকিস্তান , এখনও তুরষ্কের লোকেরা জানে না যে সে সময়ে বিনা দোষে মুসলমান ভাইদের হত্যা করতে সাহায্য করেছিলেন উনারা ।

এটা জানলে নিজামীদের প্রতি সিমপ্যাথী ব্যাক ফায়ার করবে ।

সৌদিরা এটা বুঝে গেছে , তাই এখন তারা জামায়াতের সাথে ততটা মাখামাখিতে নেই।
০৫ জুন ২০১৬ রাত ০৩:১৯
307863
কালো পাগড়ী লিখেছেন : তাহলে বেয়াই সাহেবের কি হবে।
০৫ জুন ২০১৬ সকাল ০৯:০০
307876
হতভাগা লিখেছেন : বেয়াই সাহেব যুদ্ধাপরাধী ছিলেন না । এটা হাসুবু বেশ আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File