নিজামী মুক্ত বাংলাদেশে মিলিয়ন ডলারের প্রশ্ন ।
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ১১ মে, ২০১৬, ০৪:৫৯:৪৩ বিকাল
১ এখন কি দেশের ব্যাংক গুলোতে ডাকাতি বন্ধ হয়েছে ?
২, প্রতিদিন অসংখ্য শিশু থেকে বৃদ্ধা নারী ধর্ষিতা হচ্ছে, আজ থেকে কি সকল ধর্ষণ ও ধর্ষিতা নারিকে খুন বন্ধ হয়েছে ?
৩, খালে বিলে ডোবায় বনে জংগলে প্রতিদিন অসংখ্য লাশ। আজ থেকে কি কোথাও লাশ না পাওয়ার গ্যারান্টি আছে ?
৪, প্রতিদিন গুম হচ্ছে অসংখ্য মানুষ । নিজামী মুক্ত বাংলাদেশে আজ থেকে কি গুম বন্ধ হয়ে গেছে?
৫ সীমান্তে প্রতিদিন খুন হচ্ছে বাংলাদেশী। সীমান্ত খুনি বিএসএফ আজ থেকে কি খুন না করার তাওবা পড়েছে?
৬, দেশের তেল গ্যাস বিদ্যুৎ ক্ষেত্রে যে মহা লুটপাট হচ্ছে, তা কি আজ থেকে বন্ধ হয়ে গেছে ?
৭, শিশু খাদ্য সহ খাদ্য পণ্যে আজ থেকে কি ভেজাল হয়ে গেছে?
৮, আজ থেকে কি পুলিশ র্যাব সহ প্রশাসনের সকল সেক্টর দুর্নীতি মুক্ত ও দেশ প্রেমিক হয়ে গেছে ?
৯, আজ থেকে কি দেশের বেকার যুবকরা বেকারত্যের অভিশাপ থেকে মুক্তি পেতে আত্যহত্যা না করার সিদ্ধান্ত নিয়েছে?
১০, চেতনার সরকার আর সোনার ছেলেদের কল্যাণে আজ কি দেশের মানুষ নিরাপদে শান্তিতে ঘুমাচ্ছে ?
১১, উপরের প্রশ্ন গুলো কি আপনাদের নিকট অযৌক্তিক মনে হয়েছে ?
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেহেতু উনারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন এবং পাকিস্তান যুদ্ধে হেরে গিয়েছিল, তাই উনার/উনাদের উচিত ছিল যুদ্ধের পর পরই পাকিস্তানে চলে যাওয়া। পাকিস্তান এখনও তার জন্য হাহাকার করছে।
সারা বিশ্বের মুসলমানদের ভুল বুঝিয়ে ফায়দা নিতে চেয়েছিল পাকিস্তান , এখনও তুরষ্কের লোকেরা জানে না যে সে সময়ে বিনা দোষে মুসলমান ভাইদের হত্যা করতে সাহায্য করেছিলেন উনারা ।
এটা জানলে নিজামীদের প্রতি সিমপ্যাথী ব্যাক ফায়ার করবে ।
সৌদিরা এটা বুঝে গেছে , তাই এখন তারা জামায়াতের সাথে ততটা মাখামাখিতে নেই।
মন্তব্য করতে লগইন করুন