হে বাবা হে মা হ্যাঁ আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ১০ অক্টোবর, ২০১৫, ০২:২২:০৮ রাত
হে বাবা হে মা
হ্যাঁ আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
আপনি অনেক ব্যস্ত, চাকুরী ব্যবসা কিংবা অন্য কোন পেশায়।
আপনি আপনার কলিজার টুকরা সন্তান কে নিজ হাতে তৈরি খাবার খাওয়াতে পারছেন না। কিংবা আজ কোথাও দাওয়াত রয়েছে, কোন পার্টিতে যোগদান করবেন আপনি। এত ব্যস্ততার মাঝে সন্তানের জন্য খাবার তৈরির ফুসরত কই। তাই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন বাজারে তৈরি "রেডি ফুড"। বাহারি মোড়কে বোতল কিংবা টিনজাত এই "রেডি ফুড" সহসাই আপনাকে আকৃষ্ট করছে। সুইট বিফ এন্ড পটাটো, চিকেন হানী কিংবা বেবী ভ্যজিটেবল আর রকমারি নামের অনেক খাদ্য। খাদ্যের গুনগত মানের বিচারের ব্যাপারে আমার কোন কথা নেই। আমার প্রসঙ্গ হচ্ছে অন্য বিষয়, সেটা হল বাজারের তৈরি যে খাবার গুলো আপনার আমার প্রিয় সন্তান কে খাওয়াচ্ছি, কখন কি ভেবে দেখেছি সে খাবার গুলো হালাল কিনা ? হালাল খাদ্য তালাশ করা আমাদের নিজেদের জন্য যেমন ফরজ, তেমনি আমাদের ছোটদের জন্য হালাল খাদ্য সরবরাহ করাও ফরজ। কিন্তু বিষয়টির গুরুত্ব না বুঝার কারনে, কিংবা হালাল হারামের জ্ঞান না থাকার কারনে অথবা ইউরোপ থাকি "কিসের আবার হালাল হারাম" এ ইগোর কারনে আমরা এ ব্যাপার টাকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু একজন মুসলিম পিতা মাতা হিসেবে আপনাকে আমাকে যে এটা ভাবতেই হবে। অন্য কোন রাস্তা নেই। কারন সন্তান কে আপনি যে ভাবে বেড়ে উঠতে সাহায্য করবেন সন্তান সে ভাবেই বেড়ে উঠবে। অবশেষে হারাম খাওয়ানোর অপরাধে শেষ দিবসে বিচারের কাঠ গড়ায় পিতা মাতাকেই দাড়াতে হবে। সে দিন সন্তান পিতা মাতার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাই আসুন হালাল হারাম বেছে চলি, জীবন টাকে সুন্দর ও পবিত্র করি।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন