জীবন গদ্যময়

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১০ অক্টোবর, ২০১৫, ০১:২৬:৫৩ রাত



চেয়েছিনু একটি লাইন,

জিবন কবিতার ।

দেবো বলে দাওনি আজও,

ছন্দে হাহাকার । ।

-

লাইন একটি নাইবা দিলে

দিতে একটি শব্দ !

জীবন পাতায় গদ্য লিখে

অতীত করি অব্দ । ।

-

লাইন ছাড়া ছন্দ হারা

যায় কি লিখা গল্প ?

তাল-লয় সুর কল্পনাহীন

কাব্য বাঁচে অল্প । ।

-

মোশাররফ.

০৫.১০.১৫

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345210
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:৩২
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : ভাইয়া তুমি দেখি দারুন সুন্দর কবি
কবিতার মাঝে ফুটাও প্রেম প্রিতিরি ছবি
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:৫২
286439
দুর দিগন্তে লিখেছেন : লেখা মানেই কবিতা নয়,
লেখক মানেই কবি ।
প্রেমের ছবি নয়রে ভাইয়া,
দেশ সমাজের ছবি । ।
---
অনেক ধন্যবাদ Good Luck
345219
১০ অক্টোবর ২০১৫ রাত ০২:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্যতিক্রমী ভাবনা, ভালো লাগলো।
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:১৮
286451
দুর দিগন্তে লিখেছেন : অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়
345235
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫২
শেখের পোলা লিখেছেন : ছন্দ ছাড়া কবিতা বাঁচেনা,
পদ্য যদিও বাঁচে,
চেষ্টা করুন কবিতা লখিতে,
ফেলে পদ্যের ছাঁচে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File