শাশুরিকে মেরে ফেলুন !!!!!

লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৭ এপ্রিল, ২০১৬, ০৭:৪৬:৫৬ সন্ধ্যা





শাশুরিকে মেরে ফেলুন !!!!!

আজ প্রায় ৬ বছর হল আমার বিয়ে হয়েছে।

আমার মা নেই। ভেবেছিলাম শাশুরিকে মায়ের মত দেখব।

কিন্তু কিভাবে?

উফফফ! বিরক্ত আমি! শাশুরির যন্ত্রণায় !

বিয়ের পর থেকেই শুধু আমার ভুল ধরেই যাচ্ছেন।

আমি যতই ভাল কাজ করি না কেন উনার পছন্দ হয় না।

সারাটা দিন আমার পেছনে লেগে থাকেন।

প্রথম প্রথম আমি চুপ করে থাকতাম।পরে আমিও শুরু করলাম।

সারাটাদিন ঘরে অশান্তি।

আমার স্বামী আমাদের উপর চরম রাগ।

সে বাসায় এসে শান্তি পায় না।

তাই যতক্ষণ পারে বাইরে সময় কাটায়।

কার ভাল্লাগে এইসব।

আমি উপায় না দেখে আমার এক চাচার কাছে গেলাম।

আমার চাচা একজন গবেষক কাম বিজ্ঞানি।

তাকে সমস্ত ঘটনা খুলে বললাম।

আর বললাম ইচ্ছা করে শাশুরিকে মেরে ফেলি।

চাচা বললেন, এভাবে সরাসরি মারলে তুইত বাচতে পারবি না।

এর চেয়ে আস্তে আস্তে মার।

এই বলে আমাকে এক টিন পাউডার দিলেন।

আর বললেন, এই পাউডার প্রতিবেলায় এক চামচ

করে তোর শাশুরির খাবারের মধ্যে মিশিয়ে দিবি।

বেশি দিলে তো ধুম করে মরে যাবে। তখন আরেক ক্যাচাল।

তাই আস্তে আস্তে উনারে মার।

আর তুই অবশ্যই ভাল ব্যাবহার করবি।

কোনভাবেই খারাপ ব্যাবহার করবি না।

যত যাই করুক না কেন ওই মহিলা।

আমি খুশি মনে ফিরে এলাম।

প্রতিদিন শাশুরিকে পাউডার খাওয়াতে লাগলাম ।

চাচার কথামত কখনই বেশি দিতাম না।

যদি ধুম করে মরে যায়।

শাশুরি আরও খারাপ ব্যাবহার করে আমি আর বেশি ভাল ব্যাবহার করি।

অনেক রাগ লাগে কিন্তু নিজেকে কন্ট্রোল করি।

কোনভাবেই তার সাথে তর্ক করি না যা করতে বলে তাই করি।

এভাবে দিন যায় মাস যায়।

শাশুরির প্রতি আমার আর রাগ হয় না।

নিজের প্রতি আমার অসম্ভব নিয়ন্ত্রন আর সব কিছুতে অসম্ভব ধৈর্য দেখে আমি নিজেই অবাক।

এদিকে আমার শাশুরিও পরিবর্তন হয়ে গেছেন।

আমার পেছনে আর লেগে থাকেন না।

কোন কাজে ভুল হলে কিছু বলেন না।

আমার স্বামী আমাকে কোন কারনে বকাঝকা করলে উনি সামনে এসে দাঁড়ান।

বাসায় কেউ আসলে আমার প্রশংসা করেন আর বলেন, বউটাকে কত বকি, বউটা একটু তর্ক করে না।

আর আমার উপরে সে তো কোন কথাই বলে না। মেয়েটা সত্যি অনেক লক্ষি"।

এরি মাঝে আমি শাশুরিকে পাউডার দেওয়া বন্ধ করে দিয়েছি এবং চাচার কাছে গিয়ে কান্না জুরে দিলাম।

যে পাউডার শাশুরিকে দিয়েছি তা শরীর থেকে কিভাবে বের করা যায়।

আমি আমার মায়ের মত শাশুড়িকে মারতে চাই না। যা করেছি আমি না বুঝে করেছি।

আমার শাশুরি খুব ভাল মানুষ ।

আমার চাচা হাসলেন। আর বললেন, ওইটা কোন খারাপ পাউডার না আর কোন বিষও না।

ওইটা ভিটামিন । আসলে বিষ হল আমাদের মন। মনটাকে পরিবর্তন করো শান্তি পাবে।

আমি আমার মন পরিবর্তন করেছি। আমি আর আমার শাশুরি এখন বন্ধুর মত।

আমার স্বামীও এখন অনেক খুশি।

অফিস শেষ করে সোজা বাসায় চলে আসে।

আমরা এখন অনেক সুখী ।

Fahmida Binte Rahim

(চীনা গল্প অবলম্বনে )

বিষয়: বিবিধ

১৫৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364921
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৫
শেখের পোলা লিখেছেন : হেডিংটা পড়েই রাগ হয়েছিল, পরে সত্যই রাগ পানি হয়ে গেল৷ এটিই ইসলামের শিক্ষা৷ ঈশা আঃ ও এ শিক্ষাই দিয়েছেন৷ ধন্যবাদ৷
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩০
302740
কালো পাগড়ী লিখেছেন : আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
364928
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৮
আবু জান্নাত লিখেছেন : সত্যিই চমৎকার গল্প। ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৬ রাত ১০:০৩
302753
কালো পাগড়ী লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
364933
০৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বহুল প্রচারিত সেই গল্পটা অন্য ঢংএ লিখেছেন, তবু ভালো!!

আরো ভালো হবে যদি নিজেও গল্প বানাতে পারেন- যাতে মানুষ সুশিক্ষা ও সদাচরণের প্রেরণা পায়!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ Praying Praying Praying Praying Praying
০৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩২
302804
কালো পাগড়ী লিখেছেন : অয়ালাইকুম সালাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
দোয়া করবেন।
365017
০৯ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৩
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

২দিন ব্লগে ঢুকে ই আমন্ত্রন টা প্রথমে চোখে পড়ল,
একটু বিরুক্তি ই লাগছিল, এ কেমন তর লিখা!! At Wits' End
কিন্তু শেষ হলো অশ্রু ঝড়িয়ে Crying
১০ এপ্রিল ২০১৬ রাত ০২:৩৪
302965
কালো পাগড়ী লিখেছেন : আপনার অনুভূতিতে সত্যিই আমি আবেগাপ্লুত।চমতকার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
365311
১১ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন : কাশ !এয়সা হি হোতা !
১১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৩
303137
কালো পাগড়ী লিখেছেন : !!!!!! ?????
365529
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : অসম্ভব ভালো লেগেছে। জাযাকাল্লাহু খাইর
১৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৫
303330
কালো পাগড়ী লিখেছেন : বারাকাল্লাহু্‌ ফি।
365646
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সত্যিই চমৎকার গল্প। ধন্যবাদ
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:২০
303549
কালো পাগড়ী লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
366618
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File