নারীবাদ ও আমার কিছু কথা

লিখেছেন লিখেছেন আবরার আকিব ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫৩:৪০ দুপুর

কিছু তথাকথিত নারীবাদী মহিলারা, পুরুষ সমাজের প্রতি এক ধরণের বিরুপ ধারণা পোষণ করে। তারা বলে, নারীরা সমাজে নির্যাতিত, তাদের অধিকার যথাযথ ভাবে পুরুষ সমাজ দেয়না।

আমরা পুরুষেরা কী আপনাদের নারীর অধিকারে বিশ্বাসী নই?

সমাজ কে বিনির্মাণ করতে হলে; নারীর পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। তবে যারা ঐ নিষিদ্ধ তছলিমা নাসরিনের মতবাদে বিশ্বাসী। তছলিমা নাসরিনের, আমার মেয়েবেলা পড়ে কিুছুক্ষণের জন্য হেপ্নটাইজড হয়ে

যেতে হয়। নিজের বিশ্বাসেও ফাটল ধরে। আমি

একজন পুরুষ, তার মানে কি আমি একজন পশু? সবাই

হয়তো প্রভাবিত হবেনা, কিন্তু একজন দুর্বল চিত্তের

মানুষ হিসেবে আমি অনেকটাই প্রভাবিত

হয়েছিলাম আমার মেয়ে বেলা পড়ে।

এই বইতে এরকম একের পর এক ,লেখিকা শুধু তার ওপর

পুরুষ দের নির্যাতনের কথাই লিখে গেছেন। যেন

সারা পৃথিবীর পুরুষরা তাকে ধর্ষণ করার জন্য

উদগ্রীব। তিনি তার বই তে এই ধারনাও পোষণ

করেছেন ,- এই নোংরা পুরুষ সমাজ শুধু তাকেই নয়,

সুযোগ পেলে সব মেয়ে কেই নির্যাতন করবে। তিনি

আরও বোঝাতে চেয়েছেন- পুরুষ মাত্রই পশু, পুরুষ

মাত্রই পিচাশ। চাচা, মামা, ভাই, খালুরাও নারীর

জন্য নিরাপদ না। এমন কি নিজের বাবা কেও

নারীদের বিশ্বাস করা ঠিক না।

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File