অবচেতন মন

লিখেছেন লিখেছেন আবরার আকিব ১৫ অক্টোবর, ২০১৭, ০৯:১৪:২১ সকাল

অবচেতন মন

.............

সেদিন বৃষ্টি ছিলো

সন্ধার আলো - আঁধারের সে খেলায়,

ঝিরি ঝিরি বৃষ্টির ছন্দের মেলায়,

তারে খুঁজে পেলাম!

নিজেরে সহসা নব ধ্যানে হারিয়ে ফেললাম । নিস্প্রলক ছিল সে দৃষ্টি!

আহা কী অপূর্ব সৃষ্টি!

কবির সব কবিতার ছন্দ আজ ব্যর্থ! উপন্যাসের নায়িকার সব রুপ আজ ব্যর্থ! যেনো রাধা আবারো নবরুপে এলো ফিরে, আমি যে হারিয়ে ফেলেছি নিজেরে।

গল্পের শুরুটা হয়তো সেদিন হতে পারতো, যদিবা সেদিন সে হারিয়ে না যেতো!

যুগে যুগে শত কবি এ রুপেরি দিয়েছে বর্ণনা,

বাউল সাধকেরা করেছে এ রুপেরি সাধনা। হেলেনের রুপের কাছে তুচ্ছ হয়েছে ট্রয় নগরী,

সাত সাগর তেরো নদী দিয়াছে কত প্রেমিক পাড়ি।

হঠাৎ বৃস্টি থেমে গেছে,

আঁধারের মাঝে সে হারিয়ে গেছে।

সাজানো সব স্বপ্ন ভেঙে হলো চুরমার! আঁধার চারদিকে ঘোর আঁধার!

সে ছিল এক কবির কল্পনা,

অবচেতন মনের কিছু স্বপ্নীল ভাবনা। শেকড়, ময়মনসিংহ ২৪/০২/১৭

বিষয়: সাহিত্য

৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File