আব্বা প্রতিযোগিতার পুরুষ্কারটা কি সবাই পেয়েছেন???
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৬ আগস্ট, ২০১৪, ১০:০৫:৫০ রাত
সালামুন আলাইকুম। অনেক দিন পরে হলেও সবাইকে ঈদের শুভেচ্ছা সবার জন্য তিনটি ফুল আর একটি পাতা রইলো!
অনেক দিন পর ব্লগে এসে ভালোই লাগছে। অবশ্যই গতকাল একটা পোস্টও দিয়েছিলাম। অনেকেই দেখছি আমাকে ভুলে গেছে। আসলে ‘আঁখির আড়াল হলে মনেরও আড়াল হয়’ কথাটি সত্য। আমিও অনেকের নাম ভুলে গেছি (সরি)। ব্লগার ভাই/বোন/....দের খুব মিস করেছি।
আব্বা প্রতিযোগিতার ফলাফল হয়ে গেছে অনেক আগে, শাহীন বদ্দা থেকে খবর পেয়েছিলাম আমি অষ্টম আশ্চর্য হয়েছি। ভালোই লাগলো কিন্তু পুরুষ্কারটা এখনো পাইনি, কেন জানি না। ঠিকানা পাঠিয়েছিলাম।
গ্যাঞ্জাম স্যার, রিদওয়ান সবুজ ভাই, শাহীন বদ্দা, হাসান ভাই (ইজিপ্ট১২), আহ জীবন, প্যারিস ভাই, ইম্রুদা (ইমরান ভাই), হ্যারি (সুপাহা), আফ্রাদি (আফরা), ভিশু (ডাক্তার ভাই), শিশির ভেজা ভোর, চক্রবাক, ব্লগার শুয়েব আহমেদ, প্রবাসী মজুমদার, স্পর্শের বাইরে জাহিদ, সন্ধ্যাতারা, সত্যকণ্ঠ, আফরোজা হাসান, ফাতিমা মরিয়াম, হতভাগা, আব্দুল গাফফার, সিটিজি৪বিডি, ছিঁচকে চোর, বৃত্তের বাইরে, ওয়াচডগ বিডি, শাহ আলম শেখ শান্তু, ইশতিয়াক সাহেব, লোকমান, ফেরারী মন, জোবাইর চৌধুরী, মাটির টিলা, আওণ রাহবারসহ আরো অনেক অনেককে খুব মিস করেছি, তাদের লেখাও...
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কিছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
সিরাজ ভাইয়া আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কিছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
বিপদের সময়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। সলাত আদায় করে আম্মার শিফার জন্য দুআ করুন। ইনশাআল্লাহ, আল্লাহ নিরাশ করবেন না।
আমার কাছে কিন্তু পুরস্কার টা জরুরী। প্রতিটা পুরস্কারই একেকটা স্মৃতি।
ব্লগ কতৃপক্ষ আশা করি বিষয়টি দেখবেন
মন্তব্য করতে লগইন করুন