আব্বা প্রতিযোগিতার পুরুষ্কারটা কি সবাই পেয়েছেন???

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৬ আগস্ট, ২০১৪, ১০:০৫:৫০ রাত

সালামুন আলাইকুম। অনেক দিন পরে হলেও সবাইকে ঈদের শুভেচ্ছা Rose Rose Rose Good Luck সবার জন্য তিনটি ফুল আর একটি পাতা রইলো!

অনেক দিন পর ব্লগে এসে ভালোই লাগছে। অবশ্যই গতকাল একটা পোস্টও দিয়েছিলাম। অনেকেই দেখছি আমাকে ভুলে গেছে। আসলে ‘আঁখির আড়াল হলে মনেরও আড়াল হয়’ কথাটি সত্য। আমিও অনেকের নাম ভুলে গেছি (সরি)। ব্লগার ভাই/বোন/....দের খুব মিস করেছি।

আব্বা প্রতিযোগিতার ফলাফল হয়ে গেছে অনেক আগে, শাহীন বদ্দা থেকে খবর পেয়েছিলাম আমি অষ্টম আশ্চর্য হয়েছি। ভালোই লাগলো কিন্তু পুরুষ্কারটা এখনো পাইনি, কেন জানি না। ঠিকানা পাঠিয়েছিলাম।

গ্যাঞ্জাম স্যার, রিদওয়ান সবুজ ভাই, শাহীন বদ্দা, হাসান ভাই (ইজিপ্ট১২), আহ জীবন, প্যারিস ভাই, ইম্রুদা (ইমরান ভাই), হ্যারি (সুপাহা), আফ্রাদি (আফরা), ভিশু (ডাক্তার ভাই), শিশির ভেজা ভোর, চক্রবাক, ব্লগার শুয়েব আহমেদ, প্রবাসী মজুমদার, স্পর্শের বাইরে জাহিদ, সন্ধ্যাতারা, সত্যকণ্ঠ, আফরোজা হাসান, ফাতিমা মরিয়াম, হতভাগা, আব্দুল গাফফার, সিটিজি৪বিডি, ছিঁচকে চোর, বৃত্তের বাইরে, ওয়াচডগ বিডি, শাহ আলম শেখ শান্তু, ইশতিয়াক সাহেব, লোকমান, ফেরারী মন, জোবাইর চৌধুরী, মাটির টিলা, আওণ রাহবারসহ আরো অনেক অনেককে খুব মিস করেছি, তাদের লেখাও...

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251693
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পুরস্কার নিয়ে আগে ১০/১২টা পোষ্ট আসুক ব্লগে । তারপর না হয় দেয়া হবে আরকি Tongue
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪৩
195801
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তাই বুঝি! আগে আরো কেউ দিছে কিনা কে জানে???
251697
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩২
সজল আহমেদ লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কিছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
195795
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম সজল ভাইয়া আমি এখনই দু’ রাকাত নফল নামায পড়ে দোয়া করবো ইনশাল্লাহ। ধৈর্য ধরুন আর আল্লাহ্‌র উপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
195802
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আপনার আম্মুকে সুস্থ করে দিক! আল্লাহ তার কুদরতের বদৌলতে আপনার আম্মুর অফারেশন সফল করুক, আমিন
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৪৪
195901
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
সিরাজ ভাইয়া আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:১১
196087
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আপনার আম্মুকে তাড়াতাড়ি সুস্থ করে দিন -এখন এটাই কামনা!
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৮
196108
আতিক খান লিখেছেন : দোয়া রইল
251698
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৪
সজল আহমেদ লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কিছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
195794
চিরবিদ্রোহী লিখেছেন : আল্লাহ ওনাকে শিফায়ে কুল্লিয়া আজিরা দান করুন, সুস্থ্য ভাবে তিনি ফিরে আসুক আপনাদের মাঝে, আপনারাও তার স্নেহছায়া লাভ করতে পারেন আরো বহুদিন এই দুআ করি।

বিপদের সময়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। সলাত আদায় করে আম্মার শিফার জন্য দুআ করুন। ইনশাআল্লাহ, আল্লাহ নিরাশ করবেন না।
251699
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো দীর্ঘ বিরতির পর আপনাকে ব্লগে দেখে। সত্যিই ভাইয়া আমার কিন্তু প্রায়ই মনে পড়তো কিন্তু ভাবতাম হয়তোবা পারিবারিক কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। আশাকরি এখন থেকে নিয়মিত হবেন। জাযাকাল্লাহ খাইর। Good Luck Good Luck Cheer Cheer Bee Bee Rose Rose m/ Cheer Cheer Cheer
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪৭
195803
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তাই বুঝি! আচ্ছা আমার কথা মনে পড়লে তখন কি করতেন??? ব্যক্তিগত পারিবারিক সব মিলিয়ে ব্যস্ত। নিয়মিত হওয়া হয়তো হয়ে উঠবে না আর...তারপরও প্রায় আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
195833
সন্ধাতারা লিখেছেন : ভাবতাম আপনি কোন কারণে ব্যস্ত আছেন। যেমন গত এক সপ্তাহ থেকে ভিশু ভাইয়াকে দেখছি না। একই ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
196085
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওহ ভাবতেন! ভালোই! ভাবনা থেকে নতুন কিছু সৃষ্টি হয়, মাঝে মাঝে ভাবিয়েন...হাহাহহা
251702
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
চিরবিদ্রোহী লিখেছেন : দুইটা মেইল দিসি মডুদের, কোন ফায়দা হয় নাই। দেখি আর কদ্দিন ওনারা আমাদের তীর্থের কাক বানায়া রাখে।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
195806
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি তো মনে করছি শুধু আমি পাই নাই আপনারাও পান নাই! ১৫ তারিখটা মনে হয় এখনো আসে নাই, পিপাসা আরো বাড়ুক তবেই হয়তো জল পড়বে...
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:০২
195816
চিরবিদ্রোহী লিখেছেন : ঐখানে কি মাস উল্লেখ ছিলো?:Thinking :Thinking :Thinking না থাকলে তো যে কোন এক ১৫ তারিখ, সেটা ২০৫০ ও হতে পারে। আমরাই নাকি আবার বেশি ফাল পাড়তাসি Clown Clown Worried Crying Surprised
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৪
196068
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কেডা কইলো এই কথা? এই পুরুষ্কার পাইলেও কি, না পাইলেও কি, কিন্তু তারা তো দিবে বলছে, তাই বললাম।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৮
196097
চিরবিদ্রোহী লিখেছেন : কেউ কয় নাই, অনুমান করলাম Winking Winking Winking Winking
আমার কাছে কিন্তু পুরস্কার টা জরুরী। প্রতিটা পুরস্কারই একেকটা স্মৃতি। Happy Happy
251712
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার নাম যখন জড়িত তাহলে এর একটা বিহিত করতেই হবে।
ব্লগ কতৃপক্ষ আশা করি বিষয়টি দেখবেন
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:০২
195817
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ব্লগ কতৃপক্ষ বিষয়টি দেখবেন...
251728
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
আফরা লিখেছেন : আমরা ও আপনাকে অনেক মিস করেছি ছোটদা । আপনার পরিক্ষা কি শেষ ? আশা করছি এখন থেকে ব্লগে নিয়মিত হবেন ।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫১
196066
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কই কখনো তো শোনিনি আফরা আমাকে মিস করছে! না, পরীক্ষা আরো তিনটা আছে। ব্লগে নিয়মিত হওয়া হয়তো আর হবে না...
251770
০৭ আগস্ট ২০১৪ রাত ০২:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনে আব্বুরটা পাননি আর আমি আম্মু ও বিয়ের দুটোর পাইনি।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫০
196065
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওনারা না দিলে কেমনে পাই???
251945
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৯
আতিক খান লিখেছেন : হুম, জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে পাবার কথা। ইমেল দিয়ে ও উত্তর আসেনি। যাদের সাথে খবরটা শেয়ার করেছিলাম, ওদের জিজ্ঞাসায় বেইজ্জতি অবস্থা Crying Crying
১০
251950
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নের ফরোস্কার আমার ঠিকানায় চইল্যা আছে।
১১
252009
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : পুটরস্কারের কথা বলতে নেই! এ বিষয়ে আমার একটা পো্ষ্ট মডুরা দেয়া মাত্রই প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে। আমি ই মেইলে অনুরুধ করেছিলাম আমার প্রাপ্য পুরস্কারের টাকাটা(২০০০/) রমজানে কোন এতিম বা গরীব কে দিয়ে দিতে। সম্পাদক সাহেব জানালেন শুধু বই দেয়া হবে টাকা নয়। আমি আরো অনুরুধ করেছিলাম সার্টিফিকেট টা আমার কাছে পাঠানোর জন্য। ঠিকানা ও দিয়েছিলাম। ঊনি জানলেন বিদেশে পাঠানো সম্ভব নয়! তার মানে কি দাঁড়ালো? বিদেশের ব্লগারর প্রতিযোগীতায় অংশ নিতে পারবে ঠিকই তবে পুরস্কার পাবেনা! দেশের ব্লগার রা কেউ পেয়েছেন কি জানাবেন। সামান্য একটা প্রতিযোগীতা ম্যানেজ করতেই এমন ত্রাহী-ত্রাহী অবস্হা!
১২
253606
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
আহমদ মুসা লিখেছেন : পুরুস্কার আশায় হয়তো কেউ লেখেন না। কিন্তু কারো লেখাকে পুরুস্কারের জন্য নির্বাচিত করে তাকে সম্মানিত করার পাশাপাশি পুরুস্কারটাও যেন সম্মানিত ব্যক্তির কাছে পৌছে যায় সে ব্যবস্থা নেয়া উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File