"আমার স্বপ্ন কি বাস্তবায়ন হবে?
লিখেছেন লিখেছেন প্রবাসী ব্লগার ১৬ আগস্ট, ২০১৪, ০৩:০৯:০৫ রাত
সত্য সুন্দর ও স্বপ্নিল সোনার বাংলা গড়তে চাই কিছু সোনার মানুষ, যাদের দ্বারা আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের উপর দিয়ে প্রবাহিত হবে হযরত ওমর (রা এর শাসনামলের ন্যায় শান্তির সায়লাব। আলোকিত আর পুলকিত হবে জন্মভূমির প্রতিটি মানুষ। রাহাজানি, ছিনতাই আর ধর্ষণ মুক্ত পারাবারে সাতার কাটবো যাতে থাকবেনা সন্দেহের কোন অবকাশ। ধনী-গরীব, উচ-নিচুর থাকবেনা ব্যাবধান, শুধু থাকবে ইসলামের জয়ধ্বনি গেয়ে এগিয়ে যাবে কালেমা খচিত সেই নিলিমার পতাকা।
সবার মাঝে হাসিখুশি আর আনন্দের বন্যায় ভাসবে সারা দেশ। আমি কি এ রকম একটি সোনার বাংলা দেখতে পাবোনা? হে অবশ্য পাবো যদি আপনি আমি একত্রিত ভাবে আল্লাহর সেই রশ্বিকে শক্ত ভাবে আঁকড়ে ধরতে পারি।
আর তাহলেই মিলবে ইহকালে শান্তি আর পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি। আর বাস্তবায়িত হবে আমার স্বপ্নের সোনার বাংলা..........
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন