আজকের কবিতা
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ১৬ আগস্ট, ২০১৪, ০৫:১১:৪৪ সকাল
আকাশ জুড়িয়া নামিছে বর্ষার ধারা
তারিমাঝে রংধনু আঁকা।
দুর হতে আকাশ যেন ডাকিছে হাকি
চলে এসে আমার জলে হয়ে যাও মাখামাখি।
আনমনে চেয়ে থাকি আকাশে
সারা গায়ে দোলা দিয়ে গেলো বুঝি
বঙ্গমাতার বাতাসে।
হঠাৎ সম্বিত ফিরে পেয়ে…
নিজেকে খুজে পাই অনেক দুরে।
হয়ত ফিরবো বাংলায় কোন এক ভোরে…..Click this link
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার জন্য মনটা নাচে
থাকি রাত জেগে
কিন্তু সে যায় ভেগে
এই কারণে মনটা ফেরারি ভাই বুঝলেন?
মন্তব্য করতে লগইন করুন