▓▓▓▓ ঈদের কবিতা ▓▓▓▓
লিখেছেন লিখেছেন প্রবাসী ব্লগার ০৩ আগস্ট, ২০১৪, ১০:০২:২১ রাত
রোজা শেষে বছর ঘুরে
আবার এল ঈদ
নিজের মাঝে সুপ্ত ঈমান
জাগাও মুজাহিদ ।
ঈদ মানে নয় সকাল বেলা
সেমাই পায়েশ খাওয়া
ঈদ মানে নয় নামায শেষে
বন্ধুর বাড়ি যা্ওয়া।
ঈদ মানে তো সব মুসলমান
এক কাতারে আসা
ভেদাভেদ ভুলে সব মানুষকে
সমান ভালোবাসা।
মিশর,গাজা,কাশ্মিরিদের
ঈদের খুশি কই
তাদের হাতে অস্ত্র ছাড়া
নেইতো খাতা,বই।
তাইতো এস সবাই মিলে
শপথ করি আজ
জীবন দিয়ে হলেও মোরা
করব দ্বীনের কাজ।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন