Cheer Cheer আমরা জয়ী হতে চাই জীবন যুদ্ধে সুখে দুঃখে ওর হাতে হাত রেখে নির্ভয়ে। Thumbs Up Thumbs Up ✔✔নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ আগস্ট, ২০১৪, ০৯:৩২:০৮ রাত

মন খারাপের মূহুর্ত গুলো কাটানোর চেষ্টা করি দুজনে মিলে মিশে,



মনকে ভালোতে পেরানোর উদ্দেশ্যে আমি আর তিনি অল্প কথার রেশ ধরে হাসি অনায়াসে।

মন খারাপ থাকবে কেন যখন আমরা একে অন্যের সুখ অসুখ সুবিধা অসুবিধা দেখতে শুনতে বদ্ধপরিকর?

আমি থাকতে চাই চিন্তা চেতনা সহযোগিতায় বুঝে শুনে তাহার ভালবাসার গভীরতায় অনড়।

আমি অন্য মনস্ক হতে চাইনা চাই সংসারটাকে সাজাতে দুজনের মতামতের সমন্বয়ে,

Thumbs Up Thumbs Up

ইনশাআল্লাহ আমরা পারবো দুজনে মিলে সচেতনতার স্রোত ধরে রেখে আগামীর পথে,

বিচ্ছিন্ন হবোনা আমরা শয়তান, মানুষ শয়তান অথবা কোন জিন শয়তানের আঘাতে।

বিষয়: বিবিধ

১৮১৯ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250550
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৬
এবেলা ওবেলা লিখেছেন :

এটাই হোক প্রথম কথা আপনাদের---
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৪
194725
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভুলতে যাব কেন?
আমরা ঐক্যের সিকড়ে পৌঁছে যেতে চাই!

আপনার দোয়া কামনা করি.....
ধন্যবাদ।
250559
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো।
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:১৭
194732
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ
250560
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ, আপনার জন্যও শুভকামনা!

আমরা পরিবর্তন চাই হার জিতে, আমি মনে করি আমরা যেই জিতিনা কেন দুজনের জিত!
দোয়া করবেন আমাদের এ মানসিকতা যেন ধরে রাখতে পারি।
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:১৫
194731
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একটি মন্তব্য ভুলে মুছে গেছে!! এটা তার জবাব...
০৪ আগস্ট ২০১৪ সকাল ০৫:২৬
194852
বাজলবী লিখেছেন : দোয়া করি অাপনাদের উজ্জল ও প্রশান্তি জীবন।
250562
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৩১
194737
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার এ ভালোটুকু যেন আমাদের জীবনে ধরে রাখতে পারি সেই দোয়া চাই!

শুধু লেখায় নয় যেন আমরা বাস্তববাদী হতে পারি সেই প্রার্থনা মহান আল্লাহর কাছে।
ধন্যবাদ আপনাকে,
250576
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫৩
ইমরান ভাই লিখেছেন : ধন‍্যবাদ জাজাকাল্লাহু খায়রান আপুনি Big Grin
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০০
194753
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, শুভকামনা <:-P
250596
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৪
দ্য স্লেভ লিখেছেন : শুভকামনা রইল
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৫০
194796
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনার জন্য ও শুভকামনা
250615
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:১৫
আফরা লিখেছেন : শুভকামনা রইল ।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:১৮
194810
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার জন্য শুভকামনা
250627
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:১২
194831
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
250628
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৫৪
কথার_খই লিখেছেন :
মন খারাপ থাকবে কেন যখন আমরা একে অন্যের সুখ অসুখ সুবিধা অসুবিধা দেখতে শুনতে বদ্ধপরিকর? ধন্যবাদ শুভকামনা
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:১৩
194832
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck Happy>- Talk to the hand Waiting
১০
250709
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৭
আমি মুসাফির লিখেছেন : যদি এ্যাডজাষ্টেবল হন এবং উভয়ের মাঝে এ্যাডজাষ্টমেন্ট থাকে তাহলে আপনাদের বন্ধন অটুট থেকে অটুটতম হবে।

আপনাদের সামনে যত বাধাই আসুক তা পার করতে সহজ হবে।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪০
195212
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরাও চাই আমাদের বন্ধন অটুঁট হোক, বুঝার মাধ্যমে একে অন্যকে। ধন্যবাদ আপনাকে,
১১
250753
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৭
সত্য নির্বাক কেন লিখেছেন : শুনেন আপনার লিখাটি ভাল লেগেছে তবে হাজার বার মন খারাফের বিষয় আসবে। কষ্টে দুনিয়া ভেঙ্গে পড়বে, আর বুঝি একসাথে থাকা হলনা মনে হবে..... অবাঞ্ছিত অনাখাংখিত বিদঘুটে পরিস্থিতির সম্মুখীন হবেন নির্ঘাত...... সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কাল করে ধৈর্য ধরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয় এটিই দাম্পত্য জীবন এতেই তৃপ্তি এতেই প্রশান্তি.....।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪৪
195217
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ আপনার মন্তব্যটা আমাদের জন্য আগাম সতর্কবার্তা! আপনার এ সতর্কবার্তা আমাদের জীবনে ঔষুধ হিসাবে কাজ করবে! আশা রাখি। ধন্যবাদ।
১২
250754
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৯
মোশারোফ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪৭
195219
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,আমাদের ব্লগেটি পড়ার জন্য!
১৩
250851
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৯
সত্যলিখন লিখেছেন :
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫০
195220
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কিছু কিছু জানা থাকলেও পরিস্থিতির চাপে অনেকে ভুলে যায়! মনে করিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪
250852
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো লাগলো ,,আপনাদের জন্য দোয়া রইলো।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫১
195221
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে আশার জন্য ধন্যবাদ, আপনার জন্যও আমাদের দোয়া রইল।
১৫
250868
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
নাজমুস সাকিব গালিব লিখেছেন : ভালো লাগলো
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫৩
195222
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাদের ভাললাগাই আমাদেরকে লিখার অনুপ্রেরণা। ধন্যবাদ
১৬
250914
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২০
আবু ফারিহা লিখেছেন : অাপনাদের জন্য শুভকামনা রইলো। সেই সাথে সবার জীবনই যেন এমন হয় সেই কামনাও করি।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫৭
195223
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার জন্যওও শুভকামনা রইলো!
সবার জীবন হোক সুন্দর, সুখে ভরে উটুক প্রতিটি মানুষের মন। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।
১৭
250966
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
চিরবিদ্রোহী লিখেছেন : দুটি পাতিল পাশাপাশি রাখলে যেমন ঠোকাঠুকি লাগে, সংসার নামের দ্বীচক্রযানের সামনেও তেমনি অনেক সময় মতভিন্নতার বাধা আসে। যে এই বাধাকে হাসি মুখে উৎরে যেতে পারে, সেই সংসার জীবনে সূখের প্রকৃত হকদার। (আমার বাপের শিখানো ফিলোসফি ঝাড়লাম, একটু মুরুব্বী মুরুব্বী লাগবে!!! Big Grin Big Grin Big Grin)
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৩৫
195859
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একমত, বাস্তবতা এটাই, জানিনা বাস্তব জীবনে কত টুকু সফলভাবে সংসারকে নিজের করতে পারবো! চেষ্টা থাকবে দুজনে মিলে সফলতা অর্জন করতে। দোয়া চাই আপনাদের!
১৮
251044
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:৫৩
সজল আহমেদ লিখেছেন : আপনাদের দুই স্বামী স্ত্রীকে এই ব্লগে পেয়ে আমরা হ্যাপি ।
আল্লাহ্ আপনাদের সংসারে সুখ শান্তিতে ভরপুর করে দিক ।
আমীন !
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:১১
195299
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনারাও সুখে শান্তিতে থাকুন এটাই কামনা!
১৯
251065
০৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৬
বুড়া মিয়া লিখেছেন : হুম, ন্যাকামী-তে বুঝাই যাচ্ছে – হপায় বিয়া হইছে।
দোয়া রইলো যেন আপনাদের দাম্পত্য-জীবন সুখময় হয়।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৩৬
195860
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার জন্যওও শুভকামনা।
২০
251112
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৩
প্রেসিডেন্ট লিখেছেন : শুভকামনা রইল। Rose Rose Rose
তবে ঘরের বিষয় এভাবে বাইরে প্রকাশ করতে নেই। নতুন বিয়ে হয়তো। ন্যাকামি আর আদিখ্যেতা এড়িয়ে চলুন। কথাটি আপনাদের ভালোর জন্যই বললাম। আবারো শুভকামনা।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪০
195861
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রেসিডেন্ট,যখন বলে এটি চিন্তার বিষয়, এটা ব্লগীং! ব্লগে ভিন্ন স্বাদ দরকার আমরা চেষ্টা করছি। নতুনত্ব আনতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File