"দিনের বেলা ছাত্রী আর রাতের বেলা পতিতা" হায়রে মোদের যোগ্যতা..........

লিখেছেন লিখেছেন প্রবাসী ব্লগার ০৩ আগস্ট, ২০১৪, ০৪:৪১:৪১ বিকাল

আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে অনলাইনের একটি পত্রিকাতে দেখলাম গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে শহরে আসা ছাত্রীরা দিনের বেলায় পড়ালেখা আর রাতের বেলায় অন্ধকার জগতের কলগার্ল বা পতিতার মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করছেন। আমি বলি এমন ভাবে জীবন যাপন করে কি লাভ? লেখাপড়া ছেড়ে বিয়ে করে সংসার করলেই ভাল হত আপনার সোনালী জীবন। আর এভাবে অন্ধকারে নিজেকে নিমজ্জ্বিত করে সার্টিফিকেট অর্জন করে আর যোগ্যতার কি প্রয়োজন বলেন? নুন আনতে পান্তা ফোরায় আমরা চাই সাদাসিধে জীবন যেখানে নেই রাহুগ্রাস মুক্ত ইসলামী পর্দার অন্তরায়ে সুখি সুন্দর জীবন যাপন। আর সেভাবে নিজেকে সাজাতে লাগবেনা কোন টাকা পয়সা বা যেতে হবেনা কোন বিলাসবহুল প্রাসাদে আর দিতে হবেনা বিলিয়ে নিজেকে।

তাই আসুন বোনেরা পড়ালেখার পাশাপাশি ইসলামের অনুশাসন মেনে নিজেকে তৈরি করি আর লাভমান হই আখেরাতে মুক্তির জন্য।

বিষয়: বিবিধ

২০৭২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250484
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৯
ফেরারী মন লিখেছেন : একসাথে দুই চাহিদা পূরণ সো প্রবলেম কোথায়? সমাজ গোল্লায় যাক
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪০
196660
প্রবাসী ব্লগার লিখেছেন : ঠিক বোলেছেন
250487
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : এসবের গভীরে যেতে হবে। ভাসাভাসা চিন্তা নিয়ে ভাবলে চলবে না। ইসলাম, বর্তমান পরিবেশ ও বাস্তবতা নিয়ে ভাবতে হবে। তাহলে হয়তো কোনো সমাধান আসতেও পারে
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪১
196661
প্রবাসী ব্লগার লিখেছেন : িসোলামের মোঢয়ে সোকোল সোমাঢান
250489
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৬
আহ জীবন লিখেছেন : বিয়ের পরে অনেকেই পেটের দায়ে হতে হচ্ছে। তাদের জন্য সমাধান কোথায়?

সমাধান ইসলামে আছে, সবাই জানি। কিন্তু কিভাবে?
250599
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের মধ্যে ভোগবাদের বৃদ্ধি এর প্রধান কারন। স্কুল কলেজের সাধারন পরিবারের ছেলেমেয়রাও এখন দামি মোবাইল ব্রান্ডেড কাপড় ইত্যাদির ফাঁদে। আর তাই তাদের কে নিয়ে যাচ্ছে অন্ধকার পথে।
250633
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:১২
এলিট লিখেছেন : এটাকেই নাকি আধুনিক সমাজ বলে। যেভাবেই হোক দৌড়াতে হবে। এই দৌড়ের কারনে নারী পুরষ সবাই ব্যাস্ত। দৌড় দিতে গিয়ে লুঙ্গি খুলে গেল নাকি শাড়ী খুলে গেল সেটা দেখার সময় নেই।
250838
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৫
হতভাগা লিখেছেন : যার কোয়ালিটি আছে সে তার কোয়ালিটি দেখিয়ে আয় করে । এটা মেয়েদের আছে , ছেলেদের নেই ।

ছেলেরা যেমন ক্যাডার হয়ে অনার্স পাস করার আগেই বাড়ি গাড়ি করে ফেলে , মেয়েদের তেমনই একটা উপায় হল কলগার্ল হওয়া ।

রিচি-চন্দনের এক নাটকে দেখলাম - এদের রেট নাকি পার নাইটে ৫০,০০০ টাকা । এরকম যদি সে পার নাইটে ৪ জনকে সময় দেয় এবং এভাবে মাসে ১৫-২০ দিন - তাহলে মাসে তার ৩০-৪০ লাখ টাকা কামানো কোন ব্যাপারই না এই ছাত্রী থাকা অবস্থাতেই । ওয়াও !

তবে শর্ত থাকে এই যে, তাকে তার এই কোয়ালিটি যে কোন উপায়ে ধরে রাখতে হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File