▓▓▓▓ ঈদ ভ্রমন ▓▓▓▓ ঈদের আনন্দ মাধবকুন্ড জলপ্রপাত প্রিয়োজনের প্রিয় স্তান...............

লিখেছেন লিখেছেন প্রবাসী ব্লগার ০২ আগস্ট, ২০১৪, ০২:৩২:৩৪ রাত

প্রাকৃতিক

সৌন্দর্যের অনুপন

সৃষ্টি মাধবতীর্থ মাধবকুন্ড।

মাধবকুন্ড জলপ্রপাতের

ধারা পতনের অবিরাম শব্দ...

সৃষ্টি করছে মায়াময় পরিবেশের।

প্রকৃতি যেন বর্ণনার উপাচার

নিয়ে সামনে দাঁড়ায়। পর্যটকদের

জন্য উৎকৃষ্ট পর্যটন কেন্দ্র

মাধবকুন্ড জলপ্রপাত। অপরূপ

সৌন্দর্যের

লীলাভূমি মৌলভীবাজার জেলার

বড়লেখা উপজেলার মাধবকুন্ড

জলপ্রপাতে এবার ঈদের

ছুটিতে পর্যটকের পদচারনায়

মুখরিত হয়ে উঠেবে বরাবরের মত।

ঈদের ছুটির

সুযোগে সব ধর্ম-বর্ণের পর্যটকের

আগমনে আনন্দ পুরিতে পরিণত

হয়ে উঠে জলপ্রপাত ও আশপাশের

এলাকা। পর্যটকদের

আগমনে হাঁসি ফুটে উঠেবে মাধবকুন্ডের

হোটেল-মোটেলসহ ছোট-বড় সব

ধরনের ব্যাসায়ী মহলে।

পর্যটকদের

নিরাপত্তায় দায়িত্বে থাকা

পুলিশ কর্মকর্তা সহ,

অনেক সুযোগ সুবিদা আসবে আপনার

এই ভ্রমনে, আনন্দ ও তৃপ্তির এক মহা

সমুদ্র।

প্রাকৃতিক

ভাবে সৃষ্ট বাংলাদেশের সর্ববৃহৎ

মাধবকুন্ড জলপ্রপাতে অবিরাম

ঝর্ণাধারা এরই

মধ্যে আন্তর্জাতিক মানের পর্যটন

কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ

করেছে। সাড়া বছরই ভ্রমনের উপযোগী

থাকে তবে মাধব বারুনি ও দুই ঈদের সময়

বেড়াতে আসা দর্শ নাথ্রির সংখ্যা প্রচুর।

ঈদের ছুটিতে মাধবকুন্ড

জলপ্রপাতে বেড়াতে আসা পর্যটকদের

দের পদচারনা বরাবরই বেশী থাকে।

শুধু মাধবকুণ্ড না তার উপরে

পরিকুণ্ড ও চারিপাশে মনোরম চা বাগান

ভ্রমন পিপাসুদের নয়ন জুড়িয়ে যায়।

পাহাড়ী জলকন্যা সৌন্ধর্য পিপাসু

ও ভ্রমনপিপাসু পর্যটকদের

কাছে টানছে। মৌলভীবাজার

জেলার বড়লেখা উপজেলার ৮

নং দ¶িণভাগ ইউনিয়নের গৌড়

নগর মৌজায় মাধবকুন্ড

জলপ্রপাতের অবস্থান।

পাহাড়ি ছড়ার প্রায় ২’শ ফুট উপর

থেকে যুগ যুগ

ধরে গড়িয়ে পড়ছে পানি। এই

মনোমুগ্ধকর দৃশ্য

দেখতে প্রতি বছরের ন্যায়

এবারের ঈদে নারী-পুরুষ,শিশু ও

বিদেশী পর্যটকদের মিলনমেলায়

পরিণত হয়, মাধবকুন্ড

জলপ্রপাত। ভ্রমনপিপাসু

পর্যটকদের

জলপ্রপাতে ছবি তোলা,

জলপ্রপাতের কুন্ডের

পানিতে নেমে আনন্দে গোসল

করা সহ যাবতীয় আনন্দের

অপূর্ব সমাহার আমাদের সকলের

প্রিয় নয়না রাজকন্যা

মাধবকুণ্ড। কয়েক যুগ

ধরে মাধবকুন্ড জলপ্রপাতের

অঝরধারা প্রবাহমান থাকলেও

সত্তরের দশকে দর্শনীয় স্থান

হিসেবে এর পরিচিতি প্রকাশ

পায় বিশ্বময়। জলপ্রপাত এলাকায়

মৌলভীবাজার জেলা পরিষদের

ব্যাবস্থাপনায় রেষ্ট হাউস,

পর্যটন কর্পোরেশনের

ব্যাবস্থাপনায় রয়েছে রেস্তুরা।

মৌলভীবাজার জেলার বড়লেখায়

স্থাপিত দেশের প্রথম ইকোপার্ক,

মাধবকুন্ড জলপ্রপাত, আশপাশ

এলাকার চা-বাগান ও

পাহাড়ি টিলা দেশী-

বিদেশী পর্যটক ও ভ্রমণ

পিপাসুদের আকর্ষণীয় স্থান।

আর এটিই বাংলাদেশের প্রথম

ও সর্ব বৃহৎ জলপ্রপাত।

বিষয়: বিবিধ

১৮৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250112
০২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১১
প্রবাসী ব্লগার লিখেছেন : কেমন লাগলো আমার এই লেখাটি
250118
০২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৫
বুড়া মিয়া লিখেছেন : সুন্দর জায়গা
250135
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার লিখেছেন। মন্তব্যের জবাব দিন এরো চিহ্নিত যায়গায় ক্লিক করে।
250145
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২২
প্রবাসী ব্লগার লিখেছেন : আমি নতুন সবার সাহায্য চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File