▓▓▓▓ ঈদ মোবারক ▓▓▓▓ "প্রিয়জনদের ছাড়াই প্রবাসে হতাশার ঈদ"
লিখেছেন লিখেছেন প্রবাসী ব্লগার ০২ আগস্ট, ২০১৪, ০৩:০৫:২৪ দুপুর
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। হাসি খুশির একটি দিন। ঈদুল ফিতর মুসলমানের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। এটি ‘ঈদুল ফিতর’ রমজানের ঈদ নামে পরিচিত। ঈদ আসলে সকলের কাছেই খুব আনন্দের। আমরা যারা প্রবাসে থাকি, তাদের দেহ থাকে প্রবাসে আর মনটা দেশে। ছোটকাল থেকেই ঈদ মানে ছিল নতুন জামা কাপড়। যতটুকু সম্ভব ঘুরে বেড়ানো, আত্মীয় স্বজনদের, বন্ধুবান্ধব, বিশেষ পরিচিতদের।
প্রবাসীদের ঈদ মানেই নিশ্চিন্তে ঘুম। সাপ্তাহের অন্যদিন ঘুমাতে পারে না বিধায় ছুটির এই দিনটিকে ঘুমানোর কাজে লাগায়। তাই বিকেল বেলা ঈদের আনন্দ তা উপভোগ করে, আবার অনেকের তো ঈদেরদিন ছুটিও মিলে না। যাক এই দিন তারা ভাল কিছু খেতে বেশ কিছু আয়োজন করে। গরুর মাংস তারা এই দিনে ভোজন করে থাকে। সবাই চেষ্টা করে পরিজনকে ভুলে হেসে মেতে থাকতে, কিন্তু তা কি পারা যায়? অনেকে নির্জনে কাঁদে, মন খারাপ থাকলেও হাসতে চেষ্টা করে, জিগেস করলে বলে, 'আলহামদুলিল্লাহ ভালই আছি'। এখানে কেউ সেলামি দেয় না, ঘরে ঘরে গিয়ে সেমাই নুডলস পায়েস কিম্বা হালিম খাওয়ার নিমন্ত্রন মিলে না। আনন্দ বলতে এই দিনে পাড়া পতিবেশীরা একে অপরের খবর নেয়।
বড় হওয়ার সাথে সাথে আনন্দগুলোও ছোট হয়ে আসে। আর প্রবাস জীবনের ঈদ মানে সারা রাত জেগে বিভিন্ন সুস্বাদু রান্না করা, ভোরে ফজর নামাজের পরপরই ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে ঘুম দেওয়া। দিনটি প্রিয়জনদের সাথে কাটানো খুবই আনন্দের খুব মিস করি!
কিন্তু প্রবাসীরা এ আনন্দ থেকে প্রায় সময়ই বঞ্চিত হয়। আমার ছয় বছরের প্রবাস জীবনে একটিবারও পরিবারের সাথে ঈদ পালন করার সৌভাগ্য হয়নি। প্রবাস মানেই নিঃসঙ্গতা, একাকিত্ব, প্রবাস মানেই জীবন সংগ্রাম। এ সংগ্রাম অস্তিত্ব রক্ষার, আবার উন্নয়ন, উদ্ভাবন ও উৎকর্ষ সাধনেরও। এ জীবন কর্মমুখর, শ্রমঘন, প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলার। উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা এর নিত্যসঙ্গী।
মাঝে মধ্যে হাঁপিয়ে ওঠে মানুষ, মুক্তি খোঁজে। অবসর চায়, বিনোদন পেতে চায়, উৎসবে মাততে চায়। বিনোদনের মাধ্যমে দূর হয় কর্মক্লান্তি, তারপর জাগে নতুন উদ্যম, স্পৃহা ও প্রেরণা। বিনোদিত মানুষ আবার দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়ে কর্ম সংগ্রামে। এ কর্ম সংগ্রাম জীবন সাজাতে, জীবন ধারন করতে। জীবনের প্রয়োজনেই মানুষ সব কিছু করে, এই জীবনের প্রয়োজনের মানুষ হয় দেশান্তরী। তারপরও জীবন থেমে থাকে না। দুঃখ-সুখ মিলিয়েই চলতে থাকে জীবন।
তবুও মন খারাপ না করে সবাই আজকে ঈদের দিনে অনেক অনেক আনন্দ করুন। আমরা যারা প্রবাসে আত্মীয় পরিবার পরিজনহীন ঈদ পালন করি তাদের জন্য যারা স্বদেশে আছেন দোয়া করবেন। বাকী দিনগুলো যদি আনন্দে নাও কাটে তবে দু:খ গুলো যাতে বইতে পারা যায় সেই কামনা করুন।
আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা… “ঈদ মোবারক
বিষয়: বিবিধ
১৪২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খইর
মন্তব্য করতে লগইন করুন