আমাদের মনের পশুটারও কোরবানী হোক
লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ০৬ অক্টোবর, ২০১৪, ০১:০৩:৫৯ দুপুর
আপনি গরু, খাসি, মহিষ ও উট যেটাই কোরবানী দেন
না কেনো সাথে সাথে মনের পশুটারও যেনো কোরবানী হয়
সেদিকে খেয়াল রাখবেন।
ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদ-উল-
আদ্বহা নিয়ে আসুক মনুষ্যত্ব দূর করুক পশুত্ব।
সবাইকে পবিত্র ঈদ-উল-আদ্বহার শুভেচ্ছা।
ঈদ মোবারক
আর হ্যাঁ, আরেকটা কথা ফ্রীজ ভর্তি মাংস কিংবা মাংস
ভর্তি ফ্রিজ এই প্রথাটা যেনো লোপ পায় সেদিকেও খেয়াল
রাখবেন। পাশের জীর্ণ
কুঠিরে থাকা মানুষগুলো একবেলা না হয় পেটপুরে খাক, আর
এটাই তাদের হক্ব।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব জানতে ইচ্ছে করে।
খুব জানতে ইচ্ছে করে।
যথার্থ বলেছেন, সহমত
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন