আমাদের মনের পশুটারও কোরবানী হোক

লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ০৬ অক্টোবর, ২০১৪, ০১:০৩:৫৯ দুপুর

আপনি গরু, খাসি, মহিষ ও উট যেটাই কোরবানী দেন

না কেনো সাথে সাথে মনের পশুটারও যেনো কোরবানী হয়

সেদিকে খেয়াল রাখবেন।

ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদ-উল-

আদ্বহা নিয়ে আসুক মনুষ্যত্ব দূর করুক পশুত্ব।

সবাইকে পবিত্র ঈদ-উল-আদ্বহার শুভেচ্ছা।

ঈদ মোবারক

আর হ্যাঁ, আরেকটা কথা ফ্রীজ ভর্তি মাংস কিংবা মাংস

ভর্তি ফ্রিজ এই প্রথাটা যেনো লোপ পায় সেদিকেও খেয়াল

রাখবেন। পাশের জীর্ণ

কুঠিরে থাকা মানুষগুলো একবেলা না হয় পেটপুরে খাক, আর

এটাই তাদের হক্ব।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271885
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৭
ফেরারী মন লিখেছেন : মনের পশুত্ব কুরবানী দিলে তো বছর বছর গরু ছাগল আর দেওয়ার প্রয়োজন পড়ে না তাই না? একবার পশুর সাথে মনের পশু দিলেই তো চলে। নাকি মনের পশুও বছর বছর তৈরি হয়?

খুব জানতে ইচ্ছে করে।
271886
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৭
ফেরারী মন লিখেছেন : মনের পশুত্ব কুরবানী দিলে তো বছর বছর গরু ছাগল আর দেওয়ার প্রয়োজন পড়ে না তাই না? একবার পশুর সাথে মনের পশু দিলেই তো চলে। নাকি মনের পশুও বছর বছর তৈরি হয়?

খুব জানতে ইচ্ছে করে।
271891
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের পশুকে কোরবানী করে দরিদ্রদের প্রতি সাহায্যের হাতকে প্রসারিত করার শক্তি দিক
271909
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
আফরা লিখেছেন : টাকা থাকলেই বনের পশু কোরবানী দেয়া যায় কিনতু মনের পশু কোরবানি করা অনেক কঠিন যদিও কোরবানির আসল উদ্দেশ্য সেখানেই নিহিত ।
271915
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File