শুভ বন্ধু দিবস

লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ০৩ আগস্ট, ২০১৪, ১০:১৪:০৬ সকাল

হঠাৎ রাস্তায় কিংবা এই ভার্চুয়াল জগতে; হারিয়ে যাওয়া মুখগুলো, চমকে দিয়ে বলে দোস্ত কি খবর বল? তখন জানি এক অপার্থিব মায়া এসে আমাদের উপর ভর করে... তখনকার অনুভূতি সত্যিই বলে বোঝানো যাবে না।

আজ বিশ্ব বন্ধু দিবস কিন্তু কাছের বন্ধুগুলো কাছে নেই সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে দেশ-বিদেশের নানান প্রান্তে। আবার কেউবা একই শহরে থেকেও ভিনগ্রহসম দূরত্বে বাস করে।

যাই হোক! যে, যেখানে, যেভাবে থাকুক অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা করি।

বন্ধু দিবসে বিশ্বের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।

... বন্ধু দিবসের ইতিকথাঃ

১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে।

জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে।

দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই

ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের

নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর

লক্ষেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। ১৯৯৭

সালে জাতিসংঘ বিখ্যাত কার্টুন চরিত্র ‘উইনি দ্য পোহ’কে ‘ওয়ার্ল্ড

অ্যাম্বাসেডর অব ফ্রেন্ডশিপ’ মনোনীত করে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনুকরণ বাংলাদেশেও পালিত হয়

বিশ্ব বন্ধু দিবস।(... এই অংশটুকু সংগৃহীত)

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250375
০৩ আগস্ট ২০১৪ সকাল ১১:১২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : এসব দিবস টিবস দিয়ে কি লাভ? বন্ধুত্ব কি দিবস দিয়ে গণনা করা যায়? ভালোবাসা অবারিত এটা কোনো সংখ্যায় ফেলা যায় না।
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৬
194614
সাহেদ কালাম লিখেছেন : সবকিছুতে লাভ-ক্ষতির হিসাব করলে চলে না।
না, বন্ধুত্ব দিবস দিয়ে গণনা করা যায় না।তবে কেউ যদি একটি দিবসকে কেন্দ্র করে বন্ধুর জন্য কিছু করে দেখাতে চাই কিংবা নীরবে করে যায়, তাকে তো আত ভণ্ডামী বলে চালিয়ে দেওয়া যায় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File