তালেবানদের হাতে আহত হলে শান্তিতে নোবেল আর FBI'র হাতে নির্যাতিত হলে ৮৬ বছর জেল।
লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ১১ অক্টোবর, ২০১৪, ১২:৪৭:৩৭ দুপুর
এখন আপনি বলুন নিজেকে ড. আফিয়া সিদ্দিকী নাকি মালালা ইউসুফজাইর জায়গায় দেখতে চান?
মার্কিন গোয়েন্দা সংস্থা এফ.বি.আই যখন পাকিস্থান সরকারের সহায়তায় ড. আফিয়া সিদ্দিকী ও তার সন্তানদেরকে গ্রেফতার করে নিয়ে যায় তখন নিরব ছিল গোটা বিশ্ব, মানবাধিকার সংস্থাগুলো ছিল বিশেষ অবকাশে, মুসলিম বিশ্ব ছিল দায়সারা অবস্থায়, কারণ তাদের পিছনে ছিল জঙ্গির তকমা লাগানো।
পাঁচ মাসের অন্তঃসত্বা তাঁকে যখন রিমান্ডের নামে ৮ তলা সিড়ি বেয়ে উঠানামা করতে বাধ্য করা হতো, দিনের পর দিন ধারাবাহিকভাবে ধর্ষণ করা হতো, তাঁকে নগ্ন অবস্থায় পুরুষদের সেলে রাখা হতো, তাঁকে পবিত্র কুরআনের উপর দিয়ে হেঁঠেঁ গেলে শরীরে কাপড় ফেরত পাবে বলা হতো তখন এসব অমানবিক নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব বিবেক কাঁদেনি এবং জাগেনি শুধু তাঁর আর্তচিৎকার সহ্য করতে না পেরে কেঁদেছিল এবং অনশন করেছিল পাশের সেলে আটক থাকা কয়েদীরা।
একটা সময় এই কুরআনে হাফেজা এবং স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া অমানবিক নির্যাতিত হয়ে সাথে কিছু মিথ্যে খেতাব নিয়ে না ফেরার দেশে চলে যান। চলে যাওয়ার আগে শুধু কিছু মুসলিম ভাইদের সাহায্যের অপেক্ষায় ছিলেন কিন্তু কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেনি। লজ্জায় ফেলে যান গোটা মুসলিম ভাইদেরকে।
আমি এখানে ড. আফিয়া সিদ্দিকীকে টেনে আনার মানে এই নয় যে, আমি মালালার নোবেল প্রাপ্তিতে ঘোর বিরোধীতা করছি। মালালা নোবেল পেয়েছে আমরা খুশী কারণ সে আমাদের ধর্মের আমাদের সাব-কন্টিনেন্টের। শুধু লজ্জা লাগে, মনে প্রশ্ন জাগে- মালালার জন্য বিশ্ব বিবেক কাঁদলেও আফিয়ার জন্য কেনো কাঁদেনি?
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামের অগ্রযাত্রা রুখতে সব কিছুই করতে পারে তাগুতীশক্তি,নিজেদের প্রয়োজনে মালালাদের কে ব্যবহার করতে পারে, আবার এক ই কারণে আফিয়া সিদ্দিকীদের কে নিঃশেষ করে দিতে পারে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এই আজগুবি কাহিনী কোথায় পেলেন, স্বপ্নে?
ড. আফিয়া সিদ্দিকী এবং মালালা ইউসুফজাই
মার্কিন অসভ্যতার দুটি ঐতিহাসিক নিদর্শণ
বেশ ভালো বলেছেন
মন্তব্য করতে লগইন করুন