অসাধারণ একটি গ্রন্থ
লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ০৮ আগস্ট, ২০১৪, ০৮:৫৪:৫৩ রাত
তিব্বিয়া যা চিকিৎসা শাস্ত্রে মুসলিমদের মধ্যে সর্বাপেক্ষা প্রথম উল্লেখযোগ্য সাধক ছিলেন আলি-ইবনে সহল-রব্বান আল-তাবারী। আলি তাবারী চিকিৎসা-বিষয়ে অনেক গ্রন্থ প্রণয়ন করেন। তবে তাঁর সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে 'কিতাব আল-দীন' বা ধর্মের পুস্তিকা। সেই গ্রন্থ থেকে মাত্র সামান্য অংশ এখানে উদ্ধৃত করছি...
"যদিও কোনও আহলে-কিতাব আমাদের ঈমানের কোনও সূত্র বা আমাদের কোনও আচারের নিন্দা করে, তাহলে সে আমাদের প্রতি বড্ড অবিচার করবে, সব পয়গম্বরকে অস্বীকার করবে ও দোষ দেবে এবং পরিণামে নিজেই নিন্দার ভাগী হবে। সে যখন কোরবানীর নিন্দা করে তখন ভুলে যায় যে, সে হযরত ইবরাহীম (আঃ) ও পরবর্তী পয়গম্বরের বংশধর। সে খাতনার দোষ দেয়, কিন্তু ভুলে যায় যে, হযরত ঈসা (আঃ) ও তাঁর পূর্বেকার নবীগণ এ প্রথাটি মেনে চলতেন। সে তালাকের নিন্দা করার সময় নিজেরই ধর্ম-পুস্তকের বিধান ভুলে যায়। আর সে যখন জিহাদের দোষ ধরে, তখন ভুলে যায় যে, হযরত ইবরাহীম (আঃ) চারজন জালিম রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন, কারণ তারা জাজিরায় হামলা করে সেখানকার বাসিন্দাদের উপর লুটতরাজ চালিয়েছিলো।"
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থাগারে পাবেন।
অথবা দেশের যেকোন লাইব্রেরী খোঁজ করে দেখতে পারেন।
মন্তব্য করতে লগইন করুন