বিষাদ অনুভূতি

লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ০২ আগস্ট, ২০১৪, ১১:৩৮:১১ রাত

আমি আর তোকে নিয়ে স্বপ্ন দেখি না।

তুই স্বার্থপর, নিজেকে বেশি ভালবাসিস।

আমাকে মূল্যায়ন করস নি, বিধায় তোকে নিয়ে স্বপ্ন

দেখে কেন অযথা কষ্ট বাড়াব?

জীবনটা অনেক বড়। তোর জন্যে তো আর থেমে থাকতে পারে না।

তুই না এলে যে আমি অচল হবো এটা আর ভাবিও না।

নতুন করে, নতুন স্বপ্ন বুনে পথচলা শুরু করেছি, আর থামবই

না।

আমার জন্য্ নিশ্চয়ই কোন প্রতীক্ষিয়া পথ চেয়ে আছে।

তাকে আমি খুঁজে বেড়াব অজানার পথে......

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File