ঈদ মোবারক সবাইকে!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৬ অক্টোবর, ২০১৪, ০২:০৩:৫৭ দুপুর
ঈদ মোবারক ঈদ মোবারক
দেশ বিদেশের সবাইকে!
আপন পর সবাইকে
কাছে টানুক এই ঈদে!
কোরবানি আর উদারতা
দুইটা দিলে সবে!
পরিপূর্ণ আনন্দিত
সকল মন হবে!
আজকের এই ঈদের দিনে
বাদ রাখবোনা কাউকে!
আমার ঘরে ঈদের দাওয়াত
দেশ বিদেশের সবাইকে!
সাধ্য আমার যতটুকুন
তাতেই হবে আপ্যায়ন!
ঈদের দিনে সবাই খুশি
ভাঙেনা যেন কারোর মন!
কিছু যদি নাহি পারি
ঈদ মোবারক বলি হাসিতে!
দুঃখ নেই, থাকবেনা'কো
সবাই কাছে নিলে সবাইকে!
ঈদ আসে ঈদ যায়
সবাই শুধু আনন্দ চায়!
ঈদ আনন্দ একার নয়!
ঈদে যেন সবার মুখে হাসি রয়!
ঈদের এই আনন্দেতে
একটি করি প্রার্থনা!
পৃথিবীর কেউই যেন
নিরানন্দ রয়না!
আসুন সবে সবার মনের
দুঃখ ঘুচাই!
আবারো সবাইকে আন্তরিক
ঈদ মোবারক জানাই!
৬ই অক্টোবর ২০১৪
ছবির জন্যে কৃতজ্ঞ যেখানে গুগল
বিষয়: সাহিত্য
১৬৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আনন্দ-খুশি আর সর্বজনীন ভ্রাত্বিত্তের বন্ধনে আবদ্ধ হোক সমস্ত ধরণী.... ঈদের আগমনে এই কামনা আজ....।
আপনাকেও ঈদের দাওয়াত ও শুভেচ্ছা....
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আমীন আমীন আমীন
মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন