>- >- প্রতিদান!! >- >-
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১১ এপ্রিল, ২০১৫, ১১:০৮:৩৭ রাত
এই তো কিছুক্ষন আগে জামায়াত নেতা কামারুজ্জামান কে ফাঁসি কার্যকরের মাধ্যমে শহীদ করা হয়েছে!! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!
“হে প্রশান্ত আত্মা, ফিরে যাও তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভূক্ত হয়ে যাও। এবং প্রবেশ করো আমার জান্নাতে।”
(আল-কুরআন : সূরা আল-ফাজরঃ ২৭-৩০)
হে আল্লাহ তুমিও আজকে নিরব রয়েছো, দেখেছো শুধুই একজন দর্শক হয়ে, তুমিই আসল সাক্ষ্যি হয়ে আছো কে জালেম আর কে জুলুমের স্বীকার? সেদিন ন্যায় বিচার করো হে মালিক! আজকের আদালতে যে জুলুমের স্বীকার হয়েছে তাকে সেদিন তুমি তাকে ন্যায় বিচার করো! হে পৃথিবী তুমি আজ নিরব! তারপরও তুমি সাক্ষ্যি থেকো! হে আসমান তুমিও নিরব দর্শক আজি! তারপরও তুমি সাক্ষ্যি থেকো! কে জালেম? আর কে জুলুমের স্বীকার? জামায়াত নেতা কামারুজ্জামানের প্রতিদান একমাত্র আল্লাহর নিকট! আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা করে নিন!
১১ ই এপ্রিল ২০১৫
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হান আল্লাহ উনার শাহাদাতকে কবুল করুন!
আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!
আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!
আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
যা চোখ দিয়ে সামনে দেখি আমরা
তা কিন্তু পুরো ঘটনা নয়......
সামনে কিছু মানুষ হারলেও
পেছনে তাদের জয়!!
জীবন যুদ্ধে রক্ত নয়
দাম শুধু নিঃশ্বাসের....
মরে গেলে দেহ নয়
কথা রয়ে যায় বীরের...।
বেদনার ক্রন্দন নয়
রক্তের অমিয় শিশির,
একদিন আসবে হেসে হেসে
ভরবে জান্নাতের তীর।
এর চেয়ে বেশী কিছু
কি আর বলো দরকার?
দুনিয়ার প্রভাব ক্ষণস্থায়ী
চাহি আখেরাতে ন্যায় বিচার।
বিচারের বাণী কাঁদে নীরবে
কিছু পশুত্বের আত্ম চিৎকার!
মহান রবের নিকটে আমাদের
চাওয়া আমাদের আলো আঁধার।
মন্তব্য করতে লগইন করুন