Rose Rose ভ্রমর তুমি!!Rose Rose

লিখেছেন লিখেছেন সাদামেঘ ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২২:১৯ রাত

ভ্রমর ভালবাসে ফুল

আরো ভালবাসে তাঁর মধু।

তাই সে বনে বনে

ঘুরে বেড়ায় শুধু।

ঝড় তুফানকে পিছনে ফেলে

লোকের শত বাঁধা টুটে

ভ্রমর আসে ফুলের

বাগানে ছুটে।

ভ্রমর তুমি ফুলকে নয়

ফুলের মধু ভালবাসো।

তাই তো তুমি মিথ্যে ছলনায়

ফুলের কাছে আসো।

ভ্রমর তুমি নির্লজ্জ, বেহায়া

মধুর লোভ করো।

ফুলের মধু ফুরালে পরে

সুযোগেই কেটে পরো।

ভ্রমরের মত কতেক নর

ছুটে নারীর পিছে।

তাদের মন ছলনায় ভরা

অধিকাংশই মিছে।

প্রথম প্রথম ভাললাগে

শেষে দিয়ে যায় ধোঁকা।

যারা তাদের মন ভূলানো কথায় ভূলে

সেই নারীরাই বোকা।

যারা সত্যিকারের ভালবাসে

তারা নেয় জীবন সাথী করে।

তারা দুনিয়াতে সংসার করে

যেন জান্নাত গড়ে।

২০শে জুলাই ২০০৪

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305793
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সঠিক কথাই উঠে এসেছে আপনার কবিতায়। ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৬
247511
সাদামেঘ লিখেছেন : আমার ব্লগবাড়িতে এসে সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে ধন্যবাদ
305796
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর! আরো সু্ন্দর হোক ছন্দ বুনন!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৬
247512
সাদামেঘ লিখেছেন : ভালোলাগলো খুবই আপনার মন্তব্য পড়ে
305829
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৬
সত্যলিখন লিখেছেন : প্রথম প্রথম ভাললাগে

শেষে দিয়ে যায় ধোঁকা।

যারা তাদের মন ভূলানো কথায় ভূলে

সেই নারীরাই বোকা।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৬
247513
সাদামেঘ লিখেছেন : ধন্যবাদ
305842
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪১
আব্দুল গাফফার লিখেছেন : লাইক্কক্কক্কক্কক্কক্কক Applause Applause Rose Rose
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৭
247514
সাদামেঘ লিখেছেন : আমার ব্লগবাড়িতে এসে সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File