অভিজ্ঞ জল্লাদ শাহজাহানের অপারগতা প্রকাশ
লিখেছেন লিখেছেন এন্টি পয়জন ১১ এপ্রিল, ২০১৫, ১১:২০:৫৪ রাত
অসংখ্য ফাঁসি কার্যকরের অভিজ্ঞতা সম্পন্ন জল্লাদ শাহজাহান কেন আজ সাহস হারিয়ে ফেলল?
কেন সে নির্ধারিত জল্লাদ হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে অসুস্থতার অজুহাতে ফাঁসি দিতে অপারগতা প্রকাশ করে সরে দাড়াল?
আমরা জানি কাদের মোল্লার ফাঁসি প্রদানকারী জল্লাদ সেদিনের পর থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন।
যারা জামায়াত নেতাদের সান্নিধ্যে গিয়েছে, তাদের কাছ থেকে দেখার সুযোগ লাভ করেছে তাদের সারাদিন মারলেও বিশ্বাস করবে না যে এরা খুন বা ধর্ষণ করতে পারে।
একজন সত্যিকারের আসামিকে ফাঁসি দিতে সাহসের প্রয়োজন হয়না। আমিও দিতে পারব। কিন্তু বহু ফাঁসির অভিজ্ঞতা সম্পন্ন জল্লাদ শাহজাহান কেন পিছু হটল?
তাহলে কি নিরপরাধ কামারুজ্জামানের ফাঁসি দিতে তার অন্তর কেঁপেছে?
হয়তো কোন একদিন সকল কিছুই জনসম্মুখে প্রকাশিত হবে। সকল সত্য প্রকাশ পাবে আর মিথ্যা ধুয়ে মুছে যাবে।
সেদিনের অপেক্ষায় ...........
বিষয়: রাজনীতি
২৫০৭৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আঃ কাদের মোল্লা ভাইকে তিনি ফাঁসি দিয়েছিলেন, তখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীন ৷
শাহজাহানকে বলতে শুনেছি মোল্লা ভাই ফাঁসির আগ মুহুর্ত পর্যন্ত হাসি খুশি ছিলেন ৷
শাহজাহানকে সেদিন ফাঁসি কার্যকর করার আগে মদ ও বিরিয়ানী দেয়া হয়েছিল কিন্তু তিনি তা খাননি ৷ এটার তার জীবনে ফাঁসি কার্যকর করার আগে মদ না খাওয়ার প্রথম ঘটনা ৷ সেদিনের পর থেকে শাহজাহান পাঁচ ওয়াক্ত নামাজী হয়ে যায় ৷
যা চোখ দিয়ে সামনে দেখি আমরা
তা কিন্তু পুরো ঘটনা নয়......
সামনে কিছু মানুষ হারলেও
পেছনে তাদের জয়!!
জীবন যুদ্ধে রক্ত নয়
দাম শুধু নিঃশ্বাসের....
মরে গেলে দেহ নয়
কথা রয়ে যায় বীরের...।
বেদনার ক্রন্দন নয়
রক্তের অমিয় শিশির,
একদিন আসবে হেসে হেসে
ভরবে জান্নাতের তীর।
এর চেয়ে বেশী কিছু
কি আর বলো দরকার?
দুনিয়ার প্রভাব ক্ষণস্থায়ী
চাহি আখেরাতে ন্যায় বিচার।
বিচারের বাণী কাঁদে নীরবে
কিছু পশুত্বের আত্ম চিৎকার!
মহান রবের নিকটে আমাদের
চাওয়া আমাদের আলো আঁধার।
আল্লাহ মজলুমদের স হায় হোন এবং শালিমশাহীর ধ্বংশ তরান্বিত করুন!আমিন!!
হ্যা আপনি তো জনাব কামারুজ্জামান সাহেবকে খুবই ভালবাসেন তাই না ??
তবে আপনার সামর্থের আলোকে একজন ফকির বা মিসকিনকে অন্তত একবেলা মধ্যম মানের খাওয়ার ব্যাবস্থা করলে কেমন হয়??
আর হ্যা উনার প্রীয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী উনার এলাকা শেরপুরের সব এতিম খানায় একবেলা খাবারের আয়োজন করে যাচ্ছেন ইনশে আল্লাহ্। আসুন আমরা ও আমাদের প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসি।
আরো চমৎকার এক উদ্যোগ নিয়েছে এই প্রানপ্রীয় সংগঠন , তা কি জানেন??
শেরপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে ,যাদের একমাত্র পরিচয় গরীব মানুষ তাদের জন্য ৫-৭ দিনের বাজার করে দেওয়ার ব্যাবস্থা। কমপক্ষে ১০০০ পরিবারকে।
তবে আসুন না আমরা ও আমাদের প্রতিবেশী গরীব দুঃখী পরিবার গুলোর পাশে দাঁড়ায় আল্লাহর সন্তোষের উদ্দ্যেশ্যে তবেই না শহীদ কামারুজ্জামানের আদর্শের প্রতিফলন আমরা করতে পারব ইনশে আল্লাহ্। মহান রব আমাদের সহায় হোন।
সেই সংগ্রামী মানুষের সারিতে;
আমাকেও রাখিও রহমান;
যারা কুরআনের আহবানে নির্ভীক;
নির্ভয়ে সব করে দান।
মন্তব্য করতে লগইন করুন