যৌতুক বিহীন বিয়েতে আমাদের পক্ষ থেকে দোয়া ও রক্তিম শুভেচ্ছা...

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ আগস্ট, ২০১৬, ০১:৪৫:০৪ রাত



পুটিবিলা_যৌতুক _ও_মাদক_বিরোধী_সম্মিলিত_সচেতন_নাগরিক_পরিষদ এর সদস্য মোহাম্মদ মনজুর আলম এর যৌতুক বিহীন বিয়েতে উক্ত সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সৌরভ দোয়া এবং রক্তিম শুভেচ্ছা সম্বলিত ক্রেস্ট উপহার দেয়া হয়েছে। তাতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সেক্রেটারি রফিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি জালাল আহামদ (সাবেক মেম্বার) প্রচার সম্পাদক আব্দুল কাদের মিনহাজ, প্রবাসী সদস্য হাফেজ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ আইয়ুব, দেশের সদস্য মোঃ আলমগীর, মোঃ শাহাজাহান এবং কাইসার আহামেদ।

পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ এর সদস্যরা নিজেদের যৌতুকের বাইরে রাখার অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ধারাবাহিকতার ফসল হচ্ছে আজকের "মোহাম্মদ মনজুর আলাম, ইনশাআল্লাহ আগামীর পুটিবিলায় তৈরি হবে হাজার হাজার মনজুর আলম।

সদস্যদের ইচ্ছা এবং অভিভাবকদের সহযোগিতা পেলে এভাবে পুটিবিলা যৌতুক হবে মুক্ত।



মোহাম্মদ মনজুর আলম এর যৌতুক মুক্ত বিয়েতে অভিভাবকের ভূমিকা অপরিশম।

সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ মনজুর আলমের অভিভাবককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।

পরিচয়ঃ-

বরঃ মোহাম্মদ মনজুর আলম,

পিতাঃ কোরবান আলী,

মাতাঃ ছাবেকুন্নাহার,

গ্রামঃ পুটিবিলা আদর্শ পাড়া,

থানাঃলোহাগাড়া,

জেলাঃ চট্টগ্রাম।

কনেঃ জান্নাতুল কাউচার,

পিতাঃ শেখ আহমদ,

মাতাঃ মসুদা বেগম,

গ্রামঃ উত্তর কলাউজান হাজ্বী পাড়া,

থানাঃ লোহাগাড়া,

জেলাঃ চট্টগ্রাম।

বিয়ের তারিখঃ ১৯/০৮/২০১৬ ইংরেজি

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376485
২০ আগস্ট ২০১৬ সকাল ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৬ দুপুর ০১:১৯
312123
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। মতামত রেখে যাবার জন্য।
376491
২০ আগস্ট ২০১৬ দুপুর ১২:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার সচেতন মূলক পোস্ট ভালোলাগলো। জাযামুকুল্লাহ্।
২০ আগস্ট ২০১৬ দুপুর ০১:২০
312124
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভালোলাগা অনুভূতি পেশ করার জন্য ধন্যবাদ আপু।
376509
২০ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৬
কুয়েত থেকে লিখেছেন : অকেন ভালো লাগলো ওরা নিজেদের যৌতুকের বাইরে রাখার অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ধারাবাহিকতার ফসল হউক অনেক অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ রাত ০৪:২৭
312152
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৬ রাত ০২:৫৬
312280
কুয়েত থেকে লিখেছেন : সুন্দর লেখা ভাল লেগেছে
376723
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৯:২৩
হতভাগা লিখেছেন : বিয়ের দেনমোহরের টাকা নির্ধারন করতে গিয়ে এবং বিয়ে করে সংসার চালাতে গিয়ে পুরুষদের উপর দুনিয়াবী দোযখ নেমে আসে।

০৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:৩০
312619
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ, সময়ের সাথে পরিবর্তন আসে আসবে!
০৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:১৫
312623
হতভাগা লিখেছেন : এমন পরিবর্তন মানুষকে ধ্বংসে দিকে নিয়ে যায়
০৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৪
312625
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File