জাতির পিতা
লিখেছেন লিখেছেন আসমানি ২০ আগস্ট, ২০১৬, ০২:০৪:২০ রাত
বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কে অনেকে জাতির পিতা মানেন। আবার অনেকে মানেন না।
জামাতিরা বরাবরই বলেছেন, জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহীম (আঃ)।
আওয়ামিরা আবার স্পট করলো,
মানব জাতির পিতা হযরত আদম (আঃ)।
মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আঃ)।
বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
কিন্তু
শেখ মুজিবুর রহমান কে বাঙালি জাতি পিতা হিসেবে মানছে না। অনেকে এটাকে সমর্থন করছেনা।
আর তা টের পেয়ে আমাদের পুলিশের ঐ........... বলে দিলেন সুপ্রিম কোর্টের রায়ের মত একটা রায়।
ওহ!
কিছু লোক যদি উনাকে পিতা হিসেবে না মানে তাতে কি আসে যায়?
কিন্তু
জোরপূর্বক পিতা বানাতে গেলে যে মানুষ প্রচুর বমি করে দিবে।
যাই হোক, এপারের বাঙালিদের না হয় জোরপূর্বক গিলাইলেন, অস্ত্রের ভয়ে হোক আর মৃত্যু ভয়ে হোক।
ওপারের বাঙালিদের কি করবেন?
না কি আপনারা ওদের কে বাঙালি মনে করেন না।
সুতারাং, আর বাঙালি জাতির পিতা বলবেন না।
বলুন বাংলাদেশী জাতির পিতা।
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি না বলে বরং বলুন,
কয়েক বছরের শ্রেষ্ট বাংলাদেশী।
আমি অনেক কষ্ট থেকে কথা গুলো লিখছি।
পশ্চিম বঙ্গে আমাদের দেশ নিয়ে, নেতা নিয়ে, রাজনীতি নিয়ে স্বাধীনতা নিয়ে, জাতিয় সঙ্গীত নিয়ে যে ব্যাঙ্গাত্বক এবং নিকৃষ্ট আলোচনা হয়।
তা অবর্ণনীয়।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন