কল্পনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ আগস্ট, ২০১৬, ০৫:১৫:৪৩ সকাল
হয়তো কখনো রাস্তাঘাটে মৌমাছিরা নামবে
দেখে দেখে সব অমানুষকে কামড়াবে।
বানরদল বন ছেড়ে নাইট ক্লাবে আশ্রয় নেবে
পোশাকে গরিব দেখে দেখে আছড়াবে।
বাঘেরা সব লোকালয়ে এসে বাস করবে
জুলুম দেখলেই হিংস্র থাবা দেবে।
পাখিরা সব দরজা -জানালায় বসবে
হারাম পথের খাদ্য দেখলেই বিষ্টা ছোড়বে।
কুমিররাসব নদী থেকে ডাঙায় উঠে আসবে
নির্যাতনকারীর পা ধরে টেনে নিয়ে খাবে।
কল্পনাশক্তিও আজ দুর্বল হয়ে গেছে
মানুষ ছেড়ে পশু পাখি ডাকছে।
প্রতিবাদ- প্রতিরোধের ক্ষমতা গেছে হারিয়ে
ভয়ের কবলে পড়ে থাকি লুকিয়ে লুকিয়ে।
সমাজের অন্যায়ের সকল ডালপালা
যাবেই যাবে একদিন কাটা !!
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোশাকে গরিব দেখে দেখে আছড়াবে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ
কল্পনাশক্তিও আজ দুর্বল হয়ে গেছে
মানুষ ছেড়ে পশু পাখি ডাকছে।
দুর্বল নয়, বলুন ভীরু হয়ে গেছে
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন