কল্পনা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ আগস্ট, ২০১৬, ০৫:১৫:৪৩ সকাল



হয়তো কখনো রাস্তাঘাটে মৌমাছিরা নামবে

দেখে দেখে সব অমানুষকে কামড়াবে।

বানরদল বন ছেড়ে নাইট ক্লাবে আশ্রয় নেবে

পোশাকে গরিব দেখে দেখে আছড়াবে।

বাঘেরা সব লোকালয়ে এসে বাস করবে

জুলুম দেখলেই হিংস্র থাবা দেবে।

পাখিরা সব দরজা -জানালায় বসবে

হারাম পথের খাদ্য দেখলেই বিষ্টা ছোড়বে।

কুমিররাসব নদী থেকে ডাঙায় উঠে আসবে

নির্যাতনকারীর পা ধরে টেনে নিয়ে খাবে।

কল্পনাশক্তিও আজ দুর্বল হয়ে গেছে

মানুষ ছেড়ে পশু পাখি ডাকছে।

প্রতিবাদ- প্রতিরোধের ক্ষমতা গেছে হারিয়ে

ভয়ের কবলে পড়ে থাকি লুকিয়ে লুকিয়ে।

সমাজের অন্যায়ের সকল ডালপালা

যাবেই যাবে একদিন কাটা !!

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376483
২০ আগস্ট ২০১৬ সকাল ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে এমনিতেই এমন অবস্থা
376489
২০ আগস্ট ২০১৬ সকাল ১১:২৭
নিমু মাহবুব লিখেছেন : আশায় রইলাম সে দিনের।
376508
২০ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৩
কুয়েত থেকে লিখেছেন : বানরদল বন ছেড়ে নাইট ক্লাবে আশ্রয় নেবে
পোশাকে গরিব দেখে দেখে আছড়াবে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ
376539
২১ আগস্ট ২০১৬ রাত ১২:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কল্পনাশক্তিও আজ দুর্বল হয়ে গেছে
মানুষ ছেড়ে পশু পাখি ডাকছে।

দুর্বল নয়, বলুন ভীরু হয়ে গেছে

সমাজের অন্যায়ের সকল ডালপালা
যাবেই যাবে একদিন কাটা !!
Praying Praying Praying Praying Praying
376552
২১ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বড় আফসোস! এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটারকে বন্যার্তদের পাশে অথবা সুন্দরবনের পাশে দাঁড়াতে দেখলাম না! যদি সুন্দরবন হারিয়ে যায়, তবে তোমাদের টাইগার পরিচয়টাও দ্রুত হারিয়ে যাবে...
ধন্যবাদ আপনাকে
376554
২১ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৯
হতভাগা লিখেছেন : ট্রান্কুলাইজার মারা হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File