পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা।

লিখেছেন লিখেছেন আসমানি ০৯ জুন, ২০১৬, ০২:০৫:৪৮ রাত

পূর্ব বাংলা তথা বাংলাদেশ আর পশ্চিম বাংলা তথা ইন্ডিয়ার west bengal এর মানুষের ভাষা বাংলা। কিন্তু এ দু বাংলার কিছু কুলাঙ্গার দু দিক থেকেই কাঁদা ছোঁড়াছুড়ি করছে।

পরিবেশ নষ্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এমন একটা লিঙ্ক দিলাম। দেখুন

https://m.facebook.com/trollkangla

এ ধরণের কাঁদা ছোঁড়াছুড়ি থেকে উত্তরণের উপায় কি?

একটু বলবেন প্লিজ!

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371491
০৯ জুন ২০১৬ রাত ০২:১৩
ইরফান ভাই লিখেছেন : ফেসবুক বেশী সময় না দিয়ে ব্লগে সময় দিন।অনেক কিছু জানতে/শিখতে পারবেন।
371537
০৯ জুন ২০১৬ দুপুর ০৩:১৭
হতভাগা লিখেছেন : আপনি এপার বাংলার নাকি ওপার(দাদা) বাংলার ?
০৫ জুলাই ২০১৬ রাত ০৮:১৫
310350
আসমানি লিখেছেন : কোন পারের হলে ভালো হয়? :-P
০৫ জুলাই ২০১৬ রাত ০৯:১৯
310353
হতভাগা লিখেছেন : দুই নৌকায় পা রাখছেন নাকি ?
২৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৫
311251
আসমানি লিখেছেন : কিছু দিন আগে ও ওপারে ছিলাম। এখন আর ওপারে নেই। এপারে আছি।
২৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:৫৬
311254
হতভাগা লিখেছেন : আপনি ১০ লাখে ১ জন
২০ আগস্ট ২০১৬ রাত ০২:১৪
312108
আসমানি লিখেছেন : ঠিক ধরেছেন।
আমি এক হতভাগা।
তবে আপনার মত নামে হতবাগা নই।
375481
২৮ জুলাই ২০১৬ রাত ০৯:৫১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার নানাবাড়ি ছিল হুগলিতে। নানা পরে এদেশে চলে আসেন আম্মুর জন্ম ভারতেই। শুধু ভাষা এক হলেই কি মানুষ এর মাঝে ভালবাসা থাকে? রায়ট এর গল্প গুলো শুনেছি আমি।
২০ আগস্ট ২০১৬ রাত ০২:১৮
312109
আসমানি লিখেছেন : হুগলিতে কোথায়?
জ্বি না, ভাষা এক।
দেশ এক।
জেলা এক।
গ্রাম এক।
তারপর ও তো আমাদের একে অপরের সাথে ভালোবাসা, মায়া মমতা নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File